মোঃ সারোয়ার হোসেন অপু
বদলগাছী উপজেলা প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছী উপজেলার মিঠাপুর ইউপির ভেরেন্ডী বাজারে প্রকাশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অকথ্য ভাষায় গালিগালাজ করার ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।
অভিযোগকারী মিঠাপুর ইউপির মৃত ইয়াদ আলির ছেলে বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রশিদ (৭২)।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই ভেরেন্ডী বাজার সোহেলের চা স্টলের ভিতরে প্রকাশ্যে বিবাদী জুয়েল (৩০) প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এমন সময় আব্দুর রশিদ তাকে গালমন্দ করতে বাধা নিষেধ করিলে তাকে ধাক্কামারিয়া গালিগালাজ করে। এবং পরবর্তীতে তাকে এবং তার পরিবারের সদস্যদের রাতে আঁধারে রাস্তা ঘাটে একাকি পাইলে খুন জখম করবে বলে মুক্তিযোদ্ধাকে হুমকি প্রদান করেন বলে অভিযোগে উল্লেখ করেন।
বদলগাছী মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জবির উদ্দীন এফ এফ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গালাগালি নিঃসন্দেহে রাষ্ট্রবিরোধি কাজ। এছাড়াও একজন মুক্তিযোদ্ধার গায়ে হাত তোলা অত্যান্ত নিন্দনীয় ও স্বাধীনতা বিরোধী কর্মকান্ডের শামিল। এমন ঘটনায় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
এ বিষয়ে অভিযুক্ত জুয়েলের মুঠোফোনে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করেও তার কোন সাড়া পাওয়া যায়নি বিধায় তার মতামত নেওয়া সম্ভব হয়নি।
অভিযোগের প্রাপ্তি স্বীকার করে বদলগাছী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, এমন ঘটনার একটি অভিযোগ পেয়েছি। অভিযোগের সত্যতা নিশ্চিত হলে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।