উজ্জ্বল কুমার দাস (কচুয়া, বাগেরহাট) প্রতিনিধি।।
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবীতে খুলনায় আন্দোলনকারী শিক্ষার্থী ও পুলিশের মধ্যে সংঘর্ষে নিহত পুলিশ সদস্য সুমন কুমার ঘরামীর বাড়ী বাগেরহাটের কচুয়া উপজেলায়। নিহত সুমন উপজেলার গোপালপুর ইউনিয়নের কিসমত মালিপাটন গ্রামের মুক্তিযোদ্ধা শুশীল ঘরামীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মহসীন হোসেন।
শুক্রবার (২ আগস্ট) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলা সংঘর্ষে সুমন ঘরামী নামে ওই পুলিশ সদস্য নিহত হন। তিনি খুলনা পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন।
গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান লিটন মোল্লা জানান, নিহত সুমন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ছিলেন। তার ৪বছরের একটি মেয়ে সন্তান রয়েছে। মেয়ের নাম স্নিগ্ধা ঘরামী। পরিবারের একমাত্র উপার্যনক্ষম ব্যক্তিকে হারিয়ে মুক্তিযোদ্ধা শুশীল ঘরামী বাকরুদ্ধ হয়ে পড়েছে। মা গীতা রানী ও স্ত্রী পাগলীনী। তার মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমেছে বলেও জানান চেয়ারম্যান লিটন মোল্লা।
কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহসীন হোসেন জানান, রাতেই নিহত সুমনের মরদেহ বাড়ীতে আসার সম্ভাবনা রয়েছে। আমরা সে ভাবেই প্রস্তুতি নিচ্ছি।