লিটন পাঠান, হবিগঞ্জ জেলা প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর থানার দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে স্থানীয় এক মোবাইল ব্যবসায়ীর দোকানের মোবাইল লুট ও ১ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ উঠেছে।
অভিযুক্তরা হলেন, এসআই দ্বীন মোহাম্মদ ও এএসআই আব্দুল হাকিম। (২৫-জুলাই) বিকেলে উপজেলার জগদীশপুর বাজারের জান্নাত টেলিকমের মালিক আলী আহমদ আলতাবের দোকানে এ ঘটনা ঘটে জানা যায়, চোরাই মোবাইল উদ্ধারের কথা বলে ২ জন পুলিশ কনস্টেবলসহ ওই ২ এসআই দোকানের প্রায় ১৭টি মোবাইল হাতিয়ে নেন। পরে দোকান মালিকের ঘরে সার্চ ওয়ারেন্ট ছাড়াই প্রবেশ করে মামলা করার হুমকি দিয়ে ১ লাখ টাকা চাঁদা আদায় করেন। এ ঘটনা স্থানীয়রা প্রত্যক্ষ করেছেন। ঘটানার প্রতিবাদ জানিয়ে তদন্তের দাবি জানান স্থানীয় জগদীশপুর বাজার কমিটির সে টারি প্রবীর রায়।
ভুক্তভোগী মোবাইল ব্যবসায়ী আলতাব ও তার পর বারের সদস্যরা জানান, এসআই দ্বীন মোহাম্মদ ও এএসআই হাকিম আমাদের দোকানের সব মোবাইল শুধু নেননি সঙ্গে ঘরে গিয়ে লোকজনদের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। বিশ্রী ভাষায় গালিগালাজ করেছেন মহিলাদের সঙ্গে। ১ লাখ টাকা ভয় দেখিয়ে নিয়ে গেছেন। আমরা ভিডিও করতে চাইলে আমাদের মোবাইলও কেড়ে নিয়েছেন। তারা পুলিশ হয়ে গুণ্ডারমতো আচরণ করেছেন। (২৬-জুলাই) দুপুর ২টা পর্যন্ত মাধবপুর থানায় খোঁজ নিলে ওই ২ পুলিশ কর্মকর্তা কর্তৃক জব্দ তালিকায় কোনো মোবাইল কিংবা অন্য কোনো মালামাল পাওয়া যায়নি। ফোনে যোগাযোগ করা হলে পুলিশের ওই ২ কর্মকর্তা ঘটনার আংশিক সত্যতা স্বীকার করেন।
এ ছাড়া বিষয়টি স্থানীয় সর্দার আ. জলিল মনুর মাধ্যমে মীমাংসা চলছে বলে জানিয়ে ফোন কেটে দেন। স্থানীয় সর্দার আ. জলিল মনু বলেন, বিষয়টি আমরা সমাধানের চেষ্টা করছি। দারোগা ২ জন আমাকে দায়িত্ব দিয়েছেন। তারা যা নিয়েছে সব ফেরত দেবেন বলে আশ্বস্থ করেছেন। এ ব্যাপারে যোগাযোগ করা হলে। সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী (মাধবপুর সার্কেল) এস আই দ্বীন মোহাম্মদ ও এসআই আব্দুল হাকিমকে ক্লেজড করার বিষয়টি নিশ্চিত করেছেন।
সর্বশেষ খবরে জানা যায়, ওই এসআইরা ভুক্তভোগী মোবাইল ব্যবসায়ীকে কনভিন্স করে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চালাচ্ছেন।