আলিফ বিন রেজা, সিংড়া উপজেলা প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় মৎস্য অধিপ্তরের অভিযানে পাঁচ লাখ টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়।
সোমবার (১৫ জুলাই ) সকালে সিংড়া জালহাটিতে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাহাদত হোসেনের নির্দেশে অভিযান চালিয়ে অবৈধ জাল জব্দ করে কোর্টমাঠে এনে জনসম্মুখে পুঁড়িয়ে ধ্বংস করেন।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাহাদত হোসেন বলেন, আমাদের উপজেলা হাঁট থেকে দের লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছি। যার মূল্য আনুমানিক ৫ লক্ষ টাকা। উপজেলার বিভিন্ন স্থানে অবৈধ কারেন্ট জাল, চায়না দুয়ারি জালসহ সকল প্রকার মাছ ধরার উপকরণের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]