প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১, ২০২৪, ২:২০ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৬, ২০২২, ৯:৫৩ এ.এম
রাজাপুরে হয়নি গনহত্যা দিবসের আলোচনা সভা, উপজেলা অডিটরিয়াম ছিলো তালা বদ্ধ
ঝালকাঠি প্রতিনিধিঃ ২৫ শে মার্চ গনহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠান হয়নি রাজাপুরে। দিনভর উপজেলা পরিষদের অডিটরিয়ামটি ছিলো তালাবদ্ধ। তবে বিষয়টি এড়িয়ে গেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
গত ৮ মার্চ উপজেলা প্রশাসনের এক সভায় গনহত্যা এবং স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে নানা কর্মসুচি ঘোষণা করা হয়। উপজেলা প্রশাসন কতৃক কর্মসুচীর মধ্যে ২৫শে মার্চ সকাল ১০ টায় রাজাপুর উপজেলার পরিষদের অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথাছিলো।
কিন্তু দিনভর অডিটরিয়াম ছিলো তালা বদ্ধ। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। কিন্তু এর দায় এড়িয়ে গেছেন রাজাপুর উপজেলা আওয়ামীলীগ ও উপজেলা প্রশাসন।
বীরমুক্তিযোদ্ধা শাহজাহান মোল্লা জানান, রাজাপুর উপজেলা পরিষদে গনহত্যা দিবসের আলোচনা অনুষ্ঠানটি কেনো হলোনা জানিনা। আমাকে আজ কেউ অবহিতও করেনি।
রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জিয়া হায়দার খান লিটন জানন, ২৬ তারিখ মাঠে অনেক কাজ রয়েছে, তাছাড়া সপ্তাহব্যাপী আমাদের নানা কর্মসূচী রয়েছে। তাই সবাই ব্যস্ত থাকায় আলোচনা সভা করা হয়নি।
একই ভাবে দায় এড়িয়ে গেলেন, ইউএনও। রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোক্তার হোসেন মুঠোফোনে জানান, শুধু আলোচনা সভাটিই করা হয়নি। কিন্তু গনহত্যা দিবস। উপলক্ষে অন্য ভ্যেনুতে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাজাপুরের বিভিন্ন স্থানে প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।