নিজস্ব প্রতিবেদক
সাতক্ষীরা কালীগঞ্জে চাঞ্চল্যকর আপন মামা কর্তৃক কিশোরী ভাগনীকে ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী জগন্নাথ বিশ্বাস’কে গ্রেফতার করেছে র্যাব- ৬।
র্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে এবং সম্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। র্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমান অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুন, ছিনতাইকারী, অপহরণ প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে সংঘটিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগনের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
ভিকটিম জ্যোতি বিশ্বাস (১২), সাং- রাড়ীপাড়া, থানা- পাটকেলঘাটা, জেলা- সাতক্ষীরা । ভিকটিম এর পিতার মৃত্যু বরণ করায় তার মা আর্থিক ভাবে দুর্বল হয়ে পড়ায় ভিকটিম এর মা ভিকটিম এর বোনকে সাথে নিয়ে তার মামার বাড়ী, সাং- মারকা, থানা- কালীগঞ্জ, জেলা- সাতক্ষীরায় চলে আসে। মামলার একমাত্র প্রধান আসামী ভিকটিম এর আপন মামা। ভিকটিম তার মামার বাড়ী আসার পর থেকে আপন মামা তার দিকে কুদৃষ্টিতে তাকায় ও তার যৌন লালসা মিটানোর জন্য সুযোগ খুঁজতে থাকে এমতাবস্থায় গত ইং ১৬-০৬-২০২৪ তারিখ হিন্দু ধর্মীয় নামযজ্ঞ অনুষ্ঠান দেখানোর নামে সুকৌশলে ভিকটিম জ্যোতি বিশ্বাস’কে ৬নং নলতা ইউনিয়নের ঘোনা গ্রামে নিয়ে যায়।
নামযজ্ঞ দেখার সময় একপর্যায়ে আসামী তার যৌন কামনা চরিতার্থ করার জন্য ঘোনা গ্রামস্থ বিলগুল্লে ঘোনা ব্রীজের উপর নির্জন স্থানে নিয়ে একই তারিখ রাত্র অনুঃ ১০:২৫ ঘটিকার সময় বিভিন্ন ভয় ভীতি দেখিয়ে ভিকটিম এর পায়জামা খুলে তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে এবং কাউকে বললে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় এর পর থেকে আাসামী বিভিন্ন সময় বিভিন্ন কৌশলে একাধিকবার ভিকটিমকে ধর্ষণ করে।
গত ইং- ১৯-০৬-২০২৪ তারিখ সকালে ভিকটিম মনখারাপ করে বসে থাকে। ভিকটিম এর মা মনখারাপ এর বিষয় বার বার জানতে চাইলে তার মাকে কিছু না বলে তার মামির কাছে সকল ঘটনা খুলে বলে। ভিকটিম এর মা ঘটনার বিষয় জানতে পেরে কালীগঞ্জ থানায় এসে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
উক্ত মামলায় গ্রেফতারকৃত আসামী তার অপকর্ম থেকে বাঁচার জন্য নিজেকে আত্মগোপন করে। মামলাটি রুজু হওয়ার পর থেকেই প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এবং জনমনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। র্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল উক্ত আসামীকে গ্রেফতারের লক্ষে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে।
এরই ধারাবাহিকতায় অদ্য ১২ জুলাই ২০২৪ ইং তারিখ র্যাব- ৬, সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বর্ণিত মামলার পলাতক আসামী জগন্নাথ বিশ্বাস যশোর জেলার কোতোয়ালি থানাধীন চাঁচড়া এলাকায় অবস্থান করতেছে।
উক্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি অভিযান পরিচালনা করে মামলার প্রধান একমাত্র আসামী জগন্নাথ বিশ্বাস (৫৮), পিতা- মৃত অমূল্য বিশ্বাস, সাং- মারকা, থানা- কালীগঞ্জ, জেলা- সাতক্ষীরা’কে গ্রেফতার করে।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে বিধি মোতাবেক সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]