ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার সুযোগ্য পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, (পিপিএম -সেবা) মহোদয়ের সুযোগ্য দিক নির্দেশনায় একটি চৌকস দল রানীশংকৈল থানা পুলিশ কর্তৃক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে রিপন বাপ্পী (২৪) কে আটক করে।
গত ১১ জুন (বৃহষ্প্রতিবার) রানীশংকৈল থানাধীন ৫নং বাচোর ইউপির অন্তর্গত আমজুয়ান গ্রামের ফুলবাড়ি ঈদগাঁহ মাঠের প্রবেশ সামনে থেকে ১০৫ ( একশত পাঁচ) গ্রাম শুকনো গাঁজা ও মাদক বিক্রয়ের ৩,৪৩০ ( তিন হাজার চারশত ত্রিশ)টাকা উদ্ধারসহ আসামী রিপন বাপ্পীকে হাতে নাতে আটক করে পুলিশ। আটককৃত মাদককারবারি উপজেলার আমজুয়ান গ্রামের আব্দুল হকের ছেলে।
আবার হরিপুর থানা পুলিশের অভিযানে ৩ নং বকুয়া ইউপির অন্তর্গত বহরমপুর গ্রামের আ:লতিফের মুদি দোকানের সামনে পীরেরহাট হতে চরভিটাগামী পাঁকা রাস্তার উপর থেকে ১২ বোতল বিদেশী মদসহ আইনের সহিত সংঘাতে জড়িত সিংহাড়ি গ্রামের আজহারুল ইসলামের ছেলে রায়হানকে আটক করে অপর আসামি একই গ্রামের আব্দুল বাসেদের ছেলে আলী আকবর ভূট্রা (৩৫) পালিয়ে যায়।
ঠাকুরগাঁও সদর থানার ১৩ নং গড়েয়া বাজারের আব্দুল হামিদের কফি হাউজের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে ২২ ( বাইশ) পিচ ট্যাপেন্টাডোল ট্যাবলেটসহ জাহিদ আলম (১৯) কে আটক করে পুলিশ। জাহিদ আলম জেলার গড়েয়া চোঙ্গাখাতা শাহাপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
অপরদিকে পীরগন্জ পৌরশহর ১ নং ওয়ার্ডের অন্তর্গত মিত্রবাটি মৌজার ভাই ভাই ক্রোকারীজের সামনে পীরগন্জ হতে বোচাগন্জ গামী পাকা রাস্তার উপর থেকে ১৪ (চৌদ্দ) পিচ ট্যাপেন্টাডোল ট্যাবলেটসহ নুরনবী (৩০) কে আটক করে পুলিশ। নুরনবী রানীশংকৈল উপজেলার চোপড়া গ্রামের আনিসুর রহমানের ছেলে।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নিজ নিজ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]