প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৫, ২০২৪, ৭:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৫, ২০২২, ৯:০৯ পি.এম
স্বাধীনতা অর্জন করা অনেক কঠিন!
তানজিল আহাম্মেদ গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
২৬ শে মার্চ,আমাদের জাতীয় জীবনে অন্ত্যত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ একটি দিন। এ দিন রক্তমাখা সূর্যউদয় বাঙালিকে দেখতে হয়েছিল তবে এটি ছিল ভিন্ন এক সূর্য যা সূচিত করেছিল নতুন এক অধ্যায়।স্বাধীন বাংলাদেশের পূর্ব আকাশে ওঠা অভ্যুদয়ের সূর্য। দীর্ঘ নয় মাস লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছিলাম আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা। আমাদের স্বাধীনতা আন্দোলনে আত্মত্যাগকারী সকল শহীদদের জানাই বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা। স্বাধীনতা শব্দটি ছোট্ট হলেও এর গুরুত্ব ও তাৎপর্য ব্যাপক। শামসুর রহমানের মত বলতে গেলে 'স্বাধীনতা তুমি পিতার
কোমল জায়নামাজের উদার জমিন'। তবে এই স্বাধীনতা চাইলেই পাওয়া যায় না এটাকে অর্জন করতে হয় অনেক ত্যাগ তিতিক্ষা সংগ্রাম আর অসংখ্য জীবনের আত্মত্যাগের মধ্য দিয়ে। স্বাধীনতার মাধ্যমেই আমরা খুঁজে পেয়েছি আমাদের স্বতন্ত্র আত্মপরিচয় যা আমাদের বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে শেখায়। স্বাধীনতা দিবসে জাতি হিসেবে আমাদের জন্য অন্ত্যত গৌরবের ও মর্যাদার।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।