ভান্ডারিয়া প্রতিনিধি:
পিরোজপুরের ভান্ডারিয়া শুক্রবার উপজেলা প্রশাসনের উদ্যোগে গণহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে উপজেলা অডিটরিয়ামে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়াও জুম্মাবাদ উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে শহিদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। অপর দিকে সন্ধ্যায় উপজেলা অডিটরিয়ামে গণহত্যার উপর দুর্লভ আলোকচিত্র ও প্রামান্যচিত্র প্রদর্শনী সহ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ’৭১-২৫মার্চ কালরাতে নিহত শহিদদের স্মরণে মোমবাতি প্রজ¦লন,মুক্তিযুদ্ধ বিষয়ক গীতিনাট্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সকল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সীমা রানী ধর। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা,মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আখতার, সহকারী কমিশনার ভূমি রুমানা আফরোজ, ওসি মো. মাসুমুর রহমান বিশ্বাস, জাতীয় পার্টি- জেপির যুগ্ম আহবায়ক ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, আওয়ামী লীগ সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার খান এনায়েত করিম প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]