প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩০, ২০২৪, ৭:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৫, ২০২২, ৪:০৯ পি.এম
ফেনীর সোনাগাজীতে জীবনের নিরাপত্তা চান প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক
ফেনী জেলা প্রতিনিধিঃ জাহিদ হাসান চৌধুরী
ফেনীর সোনাগাজীতে অনাথ চন্দ্র দাস নামে এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে পৌর শহরের একটি কনফেকশনারিতে তিনি এই সংবাদ সম্মেলন করেন। এ সময় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নাজমুল হাসান উপস্থিত ছিলেন।
তারা অভিযোগ করেন, জসিম উদ্দিন, দেলোয়ার হোসেন দেলু এবং আশিকুর রহমান নামে তিন মাদক সন্ত্রাসী নানা অযৌক্তিক অজুহাত তুলে প্রধান শিক্ষককে হত্যার হুমকি দেয়। সম্প্রতি দক্ষিণ পুর্ব চরচান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণ কাজ শুরু হওয়ার পর বিভিন্ন অযোক্তিক দাবীতে স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে অসৌজন্য আচরণ শুরু করে। তাদের এসব অন্যায়ের প্রতিবাদ করলে গত সোমবার (২২ মার্চ) সকালে তারা তাকে প্রকাশ্যে হত্যার হুমকি দেয় ।
বর্তমানে তাদের অব্যাহত হুমকিতে তিনি চরম নিরাপত্তাহীনতার মধ্যে বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম চালাচ্ছেন। তিনি জীবনের নিরাপত্তা চেয়ে তিনজনের নাম উল্লেখ করে সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।