উশৈসিং মার্মা রুমা উপজেলা প্রতিনিধি:
বান্দরবানে রুমা উপজেলায় ১ নং পাইনদু ইউনিয়ন পাইন্দু হেডম্যান পাড়ায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।গত ২৪/৩/২২ইং বৃহষ্পতিবার সকাল ১০টা দিকে এ অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানে বান্দরবান জেলাধীন রুমা উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগে সমন্বয়ে গ্রীণ হিল এনজিও পরিচালিত মামনী প্রকল্প, সেভ দ্যা চিলড্রেন এনজিও , PHD এনজিও উদ্যোগে সম্মিলিত সহযোগিতায়। পাইন্দু ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে পাড়ার প্রধান হেডম্যান, মংচ উ মার্মা সংক্ষিপ্ত বক্তব্যে বলেন ,পাইন্দু মৌজা বাসী দীর্ঘদিনের স্বপ্ন আজোো বাস্তবায়ন হয়েছেন। পূর্বের তুলনায় এবার সাস্থ্য জন্ চিকিৎসা সেবা চালু করেছে। দুর্গম এলাকায় মানুষের চিকিৎসা সেবা পাবেন বলে জানান।
কারবারী ও পাড়ায় সাধারণ জনগণ নিয়ে মা ও শিশু বিষয়ক, সাধরণ ডেলিভারী ও এএনসি, পিএনসি আলোচনা জন্য এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুমা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, জনাব- ডা.বামং প্রু, বিশেষ অতিথি হিসেবে ছিলেন সেভ দ্যা চিলড্রেন এর কর্মরত ডিস্ট্রিক্ট ইমপ্লিমেটর, জনাবা-সামিরা, MIS সেকশন হতে জনাব-মো: ফিরোজ মিয়া, PHD হতে জনাব-তৌহিদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এর প্রতিনিধি হিসেবে উপস্থিত ত্রিদীপ চাকমা সহ উপজেলা পরিবার পরিকল্পনা মামনী প্রকল্পে বান্দরবান জেলা ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর,জনাব-শিমুন আমলাই।
অনুষ্ঠানটি সঞ্চালন ও পরিচালনা করেন মামনী প্রকল্পে রুমা উপজেলা কো-অর্ডিনেটর,জনাব-উশৈহ্লা মারমা উপস্থিত রয়েছেন। এতে পাইন্দু ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে যাওয়ার রাস্তা বেহাল দশা অবস্থা থাকার সত্ত্বেও সকল হেডম্যান,কারবারী ও সাধারণ সেবা জনগণ নিয়ে মা ও শিশু স্বাস্থ্য সেবা কর্মশালা সুন্দর ও সাফল্য মন্ডিত ভাবে আলোচনা করা হয়েছে। উক্ত আলোচনা সভায় সাধারণ গর্ভবতী মা ও সাধারণ সেবাদানকারীদের বাংলা ও মারমা ভাষায় বুঝানো হয়েছে।এমনকি পরিবার পরিকল্পনা বিভাগ এনজিওদের সার্বিক সহযোগিতায় পরিবার পরিকল্পনা সেবা প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন দুর্গম এলাকায় বান্দরবান সুযোগ্য উপ-পরিচালক সহ উপস্থিত ছিলেন।