প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩০, ২০২৪, ৭:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৪, ২০২২, ১০:০৪ পি.এম
অবৈধভাবে মাছ শিকার করায় ৫ দিনের কারাদণ্ড।
শহীদুল ইসলাম শাহীন, ধর্মপাশা প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বড়ইহাটি গ্রামের পেছনে থাকা গুমাই নদের একটি ডোবায় অবৈধভাবে মাছ শিকার করার দায়ে জামাল হোসেন (৩০) নামে এক ব্যক্তিকে ৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার (২৪ মার্চ) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেদুয়ানুল হালিম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই রায় দেন। দন্ডপ্রাপ্ত ওই ব্যক্তির বাড়ি পার্শবর্তী নেত্রকোনার বারহাট্টা উপজেলার রামারবাড়ি গ্রামে।
জানা যায়, তিনটি সেলু মেশিন দিয়ে ডোবার তলা শুকিয়ে মাছ শিকার করার দায়ে ওই ব্যক্তিকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৩টি সেলু মেশিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
সহকারি কমিশনার (ভূমি) রেদুয়ানুল হালিম বলেন, উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বড়ইহাটি গ্রামের পেছনে গুমাই নদে ১৫শতক পরিমাণ একটি ডোবা রয়েছে। এই ডোবার পানি গত দুইদিন ধরে সেচে এটির তলা শুকিয়ে মাছ শিকার করা হচ্ছিল। খবর পেয়ে বৃহস্পতিবার বিকেল চারটার দিকে ধর্মপাশা থানার একদল পুলিশ নিয়ে সেখানে অভিযাান গিয়ে ঘটনার সত্যতা পাই।
তিনি আরও বলেন, অবৈধভাবে মাছ শিকারের সঙ্গে জড়িত থাকার দায়ে ওই ব্যক্তিকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া জব্দ করা তিনটি সেলূ মেশিন স্থানীয় ইউপি সদস্য রহিছ উদ্দিনের জিম্মায় রাখা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।