মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীতে ১০১২ লিটার চোলাইমদ-সহ ৩জন পেশাদার মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-৫। শুক্রবার (৩১ মে) সকাল সোয়া ১০টায় গোদাগাড়ী থানাধীন সুন্দরপুর দলদলা গ্রামের মনোরঞ্জন সরদারের বসতবাড়ীর মধ্যে থেকে চোলাইমদ সহ তাদের গ্রেফতার করা হয়। তবে মনোরঞ্জন পালিয়ে তায়। এ সময় তার বসতঘর থেকে ১০১২ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: ডাবলু টুডু (২৭), সে গোদাগাড়ী থানার নন্দাপুর গ্রামের মৃত সুবল টুডু ছেলে, লক্ষন সরেন (২৪), সে একই এলাকার মৃত বাবলু সরেনের ছেলে ও মোঃ কোরবান আলী (৪৮), সে সুন্দরপুর গ্রামের মৃত আলীমুদ্দিনের ছেলে। শনিবার দুপুরে র্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় চক্ষুর আড়ালে মাদকদ্রব্য চোলাইমদ উৎপাদন করে গোদাগাড়ী থানা এলাকা-সহ বিভিন্ন মাদক সেবনকারীদের নিকট বিক্রি করে আসছে। এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]