প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১, ২০২৪, ৪:২২ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৪, ২০২২, ৬:০৮ পি.এম
পিরোজপুরে বিনামূল্যে চিকিৎসা সেবা।
গাজী এনামুল হক(লিটন) স্টাফ রিপোর্টারঃ
পিরোজপুর সদর উপজেলার শারিকতলা ডুমুরিতলা ইউনিয়নে ১৫৭ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত শারিকতলা ডুমুরিতলা ইউনিয়নের রিসোর্স ইন্টিগ্রেশন সেটার (রিক) কার্যালয়ে পিকেএসএফের সহযোগীতায় সমৃদ্ধি কর্মসূচির আওতায় এ সেবা দেওয়া হয়।
চিকিৎসা ক্যাম্পে রোগী দেখেন বাগেরহাট সদর হাসপাতালের চিকিৎসক আবুল বাসার মো. সাদী, পিরোজপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা নিজাম উদ্দিন। এসময় রিকের এজিএম নাসিরউদ্দিন, এরিয়া ম্যানেজার মিজানুর রহমান, রিকের সমৃদ্ধি কর্মসুচির সমন্বয়কারী সৈয়দ ওয়াহিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।