ভোলা প্রতিনিধি॥
ভোলার দৌলতখানে সড়কে স্পিডব্রেকার স্থাপনের দাবীতে বিক্ষোভ করেছেন। বুধবার সকাল ১১ টার দিকে উপজেলার চাউলতাতলী এলাকায় জয়নুল আবদীন ল্যাবরেটরী স্কুলের শিক্ষার্থীরা বিদ্যালয়ের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় শিক্ষার্থীরা ‘আমাদের দাবি মানতে হবে, বিদ্যালয়ের সামনে সড়কের দু’পাশে স্পিডব্রেকার স্থাপন করতে হব’ এই শ্লোগান দিতে দেখা যায়। স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার বিদ্যালয়ের ছুটি হওয়ার পর শিক্ষার্থীরা রাস্তা পারাপারের সময় একটি দ্রুত গামী অটো বোরাক এক শিক্ষার্থীকে সজোরে ধাক্কা দেয়, এতে ঐ শিক্ষার্থীর একটি পা ভেঙ্গে যায়।
এরপরই বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। তাই শিক্ষার্থীরা আজ এদিকে শিক্ষার্থীদের বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসেন দৌলতান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তারেক হাওলাদার, জেলা সড়ক ও জনপথ বিভাগের সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার মো. রাসেল।
এসময় উপজেলা নির্বাহী অফিসার সবাইকে আশ্বস্ত করে সড়ক ও জনপথ বিভাগের সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ারকে নির্দেশনা দিয়ে বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে বিদ্যালয়ের সামনের সড়কের দু’পাশে দুটি স্পিডব্রেকার স্থাপন করে দিতে। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাাহ আল নোমানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]