প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১, ২০২৪, ৭:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৯, ২০২৪, ১২:১৮ এ.এম
নদী রক্ষার দাবিতে ভৈরব নদ সংস্কার আন্দোলনের স্মারক লিপি প্রদান
স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ
যশোরে ঐতিহ্যবাহী ভৈরব নদের মাথাভাঙা থেকে মাথাভাঙা পর্যন্ত মোট ১১ কিলোমিটার বাঁকের অবৈধ দখলদার উচ্ছেদ, দখলদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন, নদী সংস্কার, দখলদারদের সাথে সদর উপজেলা ভূমি অফিসের অশুভ আঁতাত বন্ধের দাবিতে ভৈরব নদ সংস্কার আন্দোলনের নেতৃবৃন্দ স্মারক লিপি প্রদান করেন।
আজ রোববার (২৮ শে এপ্রিল) সকাল ১১টায় জেলা প্রশাসক বরাবর এ স্মারকলিপি প্রদান করেছেন ভৈরব নদ সংস্কার আন্দোলনের নেতৃবৃন্দ।
যশোর জেলা প্রশাসকের অনুপস্থিতিতে অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) এস এম শাহিন-এর কাছে স্মারকলিপি প্রদান করেন ভৈরব নদ সংস্কার আন্দোলন। স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন ভৈরব নদ সংস্কার আন্দোলন এর উপদেষ্টা ইকবাল কবির জাহিদ জিল্লুর রহমান ভিটু, তসলিম উর রহমান, হাসান আলী, সুকদেব মজুমদার প্রমূখ।
এসময় নেতৃবৃন্দ অভিযোগ করেন গত ২৪ এপ্রিল কৈখালীতে নদীর মাঝ থেকে মাটি কাঁটার সময় কচুয়া ভূমি অফিসের নায়েব মাটি কাটার যন্ত্র ও গাড়ি আটক করেন। ২৫ এপ্রিল উপজেলা ভূমি কর্মকর্তা কোন মামলা না করে যন্ত্রপাতি ও গাড়িসমূহ ছেড়ে দেন। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য নেতৃবৃন্দ দাবি জানান।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।