মাসুদ রানা, খানসামা দিনাজপুর প্রতিনিধি,
বঙ্গবন্ধু কন্যা ও বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানেই বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধি। তাঁর হাত ধরেই বাংলাদেশ আজ আধুনিক ও উন্নত বললেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রন্জন গুহ ও সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু।
চলমান এই উন্নয়ন কাজে শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যান গার্ড হিসেবে যেকোনো দূর্যোগ ও মহামারীতে স্বেচ্ছাসেবক লীগ কাজ করে যাচ্ছে। আগামীতে এই ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া চান তাঁরা।
গতকাল শুক্রবার (১৮ ফেব্রুয়ারি ২০২২) বিকাল ২ ঘটিকায় উত্তরের জেলা দিনাজপুরের খানসামা উপজেলা কমপ্লেক্স হলরুমে শীতার্ত মানুষের মাঝে শেখ হাসিনার উপহার শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। এ সময় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি এ্যাড. শামীম শাহরিয়ারের সভাপতিত্বে ও দিনাজপুর জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. হাজী মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কৃষিবিদ আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান টিটু, উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বরদা ভূষণ রায় লিটন, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন বিষয়ক উপ-সম্পাদক আব্দুল্লাহ আল কাফী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজাজামান চৌধুরী মাইকেল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোস্তফা আহমেদ শাহ্ ও সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, সহ-সভাপতি সাইফুল ইসলাম ও আইন বিষয়ক সম্পাদক এ্যাড. শামসুর রহমান পারভেজ, বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য আবু হুসাইন বিপু, উপজেলা ছাত্রলীগের আহবায়ক রাকেশ গুহ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান, খানসামা উপজেলা তাঁতী লীগের সদস্য সচিব মাসুদ রানা ও আওয়ামী লীগে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।