প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩০, ২০২৪, ৭:২২ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২২, ২০২২, ৭:১৪ পি.এম
কিশোরগঞ্জে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক।
মাহফুজ হাসান, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
র্যাব-১৪ এর অভিযানে কিশোরগঞ্জ সদর একরামপুর সিএনজি স্ট্যান্ড হতে মোঃ ইসমাইল মিয়া (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। মঙ্গলবার ২২ মার্চ দুপুরে অভিযানে মাদক ব্যবসায়ী পাপস দ্বারা তৈরি বালিশ সাদৃশ্য ব্যাগের ভিতরে করে অভিনব কায়দায় গাঁজা সরবরাহের সময় একরামপুর সিএনজি স্ট্যান্ড হতে দশ কেজি গাঁজা আটশত টাকা ও একটি মোবাইলসেট সহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প।
গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একজন মাদক ব্যবসায়ী অভিনব কায়দায় পাপস দ্বারা তৈরী বালিশ সাদৃশ্য ব্যাগের ভেতরে করে মাদক দ্রব্য গাঁজা সরবরাহ করে কিশোরগঞ্জসহ আশেপাশের জেলাগুলোতে পাইকারি-খুচরা বিক্রয় করে আসছে বলে জানান মেজর মোঃ শাহরিয়ার মাহমুদ খান।
জানা যায় মাদক ব্যবসায়ী ভৈরব থানার ১০নং ওয়ার্ডের চন্ডিবেড় বেপারি পাড়া গ্রামের মৃত পিয়ার হোসেনের ছেলে মোঃ ইসমাইল মিয়া। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে আসামী মাদকদ্রব্য ইয়াবা ও গাঁজা ক্রয়-বিক্রয়ের কথা স্বীকার করে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান মেজর মোঃ শাহরিয়ার মাহমুদ খান।
উক্ত বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার সদর মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।