ফেনী জেলা প্রতিনিধিঃ জাহিদ হাসান চৌধুরী
ফেনীর সোনাগাজী উপজেলার চরসাহাপুর গ্রামের খোয়াজের লামছি মৌজায় বিধবার ভূমি জবরদখল করে ঘর নির্মান চেষ্টার অভিযোগে উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাজী সিরাজুল হক সহ তিন জনের বিরুদ্ধে আদালতে মিছ মামলা (যার নং ১৫৬/২০২২) দায়ের করেছেন ক্ষতিগ্রস্থ্য বিধবা মেহেরুন নেছা।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, চরখোয়াজের লামছি ২৩৩নং মৌজার জেএল নং-৭১, সাবেক ১৪৮নং খতিয়ানের ৪৬দাগ নাল ১১৫শতক ভূমি যাহা হাল দিয়ারা জরিপে ২৫৯নং খতিয়ানের ৩০০/১৭দাগ ও ৩০১/৬৩ দাগ ও ৩০২/১ দাগের আন্দরে ১১৫ শতক, বর্তমান বিএস খতিয়ান নং-৪০৩, দাগ নং-১৫৮৫, ১৫৮৬ এর নিষ্কন্টক ভূমি ভোগ দখলে থাকা অবস্থায় জাপা নেতা হাজী সিরাজ ও তার দুই সহযোগী জাহাঙ্গীর এবং শেখ ফরিদ সম্পূর্ণ বেআইনী ভাবে গত ১৩ মার্চ সকালে উক্ত ভূমিতে কাঠ টিন সহ গৃহ নির্মান সামগ্রী এনে স্তুপ করে, এসময় ভূমি মালিক পক্ষ বাধা দিলে কাজ শুরু করতে পারেনি, তবে তাদের মাধ্যমে এহেন কর্ম পুনরায় চেষ্টা করার সমূহ সম্ভাবনা থাকায় শান্তি ভঙ্গের আশংকা দেখা দেয়, এমতাবস্থায় বাদীনীর আবেদনের প্রেক্ষিতে আদালত উক্ত ভূমিতে১৪৫ ধারা জারি করেন।
বাদী পক্ষের আইনজিবী এড. নজরুল ইসলাম সোহাগ নালিশি ভূমিতে আদালত কর্তৃক ১৪৫ ধারা জারির বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে ১৪৫ধারা জারির পর উক্ত বিরোধীয় ভূমি পরিদর্শন করে আসামী পক্ষকে নোটিশ প্রদান করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ।
ক্ষতিগ্রস্থ্য মেহেরুন নেছা বাংলার আলোকে জানান, আমার নিষ্কন্টক ভূমি জবর দখল করে ঘর নির্মান চেষ্টাকারী ভূমিদস্যু দের বিচার দাবী করছি, এমন দুষ্কর্মকারী লোকদের সামাজিকভাবে বয়কট করার জন্য সবার প্রতি অনুরোধ জানাই।
ঘটনার প্রধান অভিযুক্ত জাপা নেতা হাজী সিরাজ এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি এই বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।