বাংলাদেশ ০৬:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
নোটিশ :

সাংবাদিক নিয়োগ চলছে,, সাংবাদিক নিয়োগ চলছে,,০১৯৯৯-৯৫৩৯৭০, ০১৭১২-৪৪৬৩০৬,০১৭১১-০০৬২১৪ সম্পাদক

     
ব্রেকিং নিউজ ::
ইবি মেসডার সভাপতি শিমুল, সম্পাদক মোতালেব  নির্বাচনকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ফেসবুকে অশ্লীল ছবি প্রকাশ, মামলা হলে আসামী ধরছে না পুলিশ নওগাঁয় ফেন্সিডিল মামলায় যুবকের যাবজ্জীবন দুই ঘন্টা সারাদেশের সাথে সিলেটের রেল যোগাযোগ বিচ্ছিন্ন থেকে পুনরায় চালু। ভূল্লীতে উপ-নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে এনামুল হক বিজয়ী কুবি উপাচার্য ও শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন:পাল্টাপাল্টি দোষারোপ ঠাকুরগাঁও পৌরঃ উপনির্বাচনে সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে জয়লাভ করেছেন ফারজানা আক্তার পাখি তীব্র গরমে যখন বাংলাদেশ উত্তপ্ত সিলেট এত শীতল কেন ফিলিস্তিনি গণহত্যার প্রতিবাদে ব্রাহ্মণপাড়ায় মানববন্ধন তীব্র গরমে ছাতা,জুস নিয়ে শ্রমিক ও ভ্যান চালকদের পাশে সমাজ সেবক সুজন ভান্ডারিয়া হাসপাতালের সহকারী স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ গোপালপুর ইউনিয়নে উপনির্বাচনে মোঃ লিটন মোল্যা চেয়ারম্যান নির্বাচিত নেত্রকোনায় আচরনবিধি লংঘনের প্রতিবাদে সংবাদ সম্মেলন সাগর থেকে রাঙ্গাবালীতে ভেসে এসেছে রহস্যময়বস্তু মুখী নদীর পাড়ে মাদকের জমজমাট ব্যবসা।

মিঠাপুকুরে তিন শতাধিক বছরের পূরনো মসজিদ ভাঙ্গা নিয়ে সামাজিক বিভক্তির অভিযোগ 

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:২৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২
  • ১৭৪৫ বার পড়া হয়েছে

মিঠাপুকুরে তিন শতাধিক বছরের পূরনো মসজিদ ভাঙ্গা নিয়ে সামাজিক বিভক্তির অভিযোগ 

 

রংপুর -মিঠাপুকুর প্রতিনিধিঃ-
মিঠাপুকুরের রানীপুকুর ইউনিয়নের তাজনগর পশ্চিম-পাড়া জামে মসজিদ ভেঙ্গে নতুন মসজিদ ‘নির্মাণ’ নিয়ে সামাজিক বিভেদ সৃষ্টি হয়েছে হর-নারায়ণপুর মৌজাস্হ তাজনগর পশ্চিমপাড়া গ্রামের নতুন মসজিদ কমিটি এবং পূরাতন মসজিদ কমিটির মধ্যে। সামাজিক ভাবে হেও-করাসহ কয়েকটি পরিবারকে একঘরে করার অপচেষ্টা চলছে বলে জানান কয়েকজন। পূরাতন মসজিদ কমিটির সভাপতি আচাদ আলী, মসজিদের সম্পত্তি ও মসজিদ রক্ষায় থানায় অভিযোগ দায়ের করেছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, তাজনগর পশ্চিম পাড়া গ্রামে প্রায় পাঁচ শতাংশ জমির উপর একটি তিনশত বছরের অধিক পূরনো আধাপাকা টিনশেড মসজিদ রয়েছে। তার পাশ্ববর্তী জায়গায় আরেকটি ১৬ শতাংশ জমি জুড়ে নতুন মসজিদ নির্মানের কাজ চলছে। দুটি মসজিদেই নামাজ আদায় করছেন মুসল্লীরা। রয়েছে আলাদা ঈমাম ও মুয়াজ্জিন।
পুরাতন মসজিদের সভাপতিঃ আচাদ আলী জানান,আমার পূর্বপুরুষ এজাদুল্লাহ মন্ডল মসজিদের জমি দান করেছিলেন এবং আবুল কাসেম,আমেনা বেগম নামেসহ তিন ব্যক্তি কিছু চাষবাদীয় জমি পূরাতন মসজিদের নামে দিয়েছিলেন। দানকরা জমির চাষাবাদের অর্থ মসজিদের বিভিন্ন কাজে ব্যয় করা হতো।পূরাতন মসজিদটি সংস্কার করার জন্য সবাই একত্রিত হলেও পরে অজ্ঞাত কারণে আরেকটি মসজিদ নির্মাণ শুরু হয়। আর পূরাতন মসজিদ ভেঙ্গে ফেলতে কৌশল অবলম্বন করে নতুন মসজিদ কমিটি। যা নিয়ে সমাজে বিভেদ সৃষ্টি হয়েছে।
পূরাতন মসজিদ কমিটির সভাপতি আচাদ আলী জানান, নতুন মসজিদ কমিটির সভাপতি হেলাল, সম্পাদক-মশিয়ার আমাদের পূরাতন মসজিদের সম্পত্তি আত্মসাৎ করার চেষ্টা করছে।তারা বিভিন্নভাবে উক্ত সমাজে বসবাসরত গ্রামবাসীর মাঝে আতংক ছড়িয়ে ধর্মপ্রাণ মুসল্লীদের পূরাতন মসজিদে নামাজ পড়তে নিষেধ করে আসছেন। পুরাতন মসজিদে নামাজ পড়লে একঘরে করার হুমকি দিচ্ছেন। ইলিয়াস, আইয়ুব,আসাদ, হায়দার আলী,ইয়াকুব সহ কয়েকজন জানান, নতুন মসজিদ নির্মাণের দরকার ছিলোনা। পূর্বের মসজিদটি সংস্কার করে এখানে সম্প্রিতি বজায় রেখে নামাজ পড়া যেতো। পূরাতন মসজিদ নতুন মসজিদ নিয়ে বিভেদ সৃষ্টি না করে, দুটো মসজিদেই নামাজ আদায় করার দাবি জানান তারা।
এ বিষয়ে নতুন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক,মশিয়ার রহমান জানান,চেয়ারম্যান দফায় দফায় সার্লিশ করেও মসজিদের জমি দিয়ে কয়েকজন বাড়িতে প্রবেশের রাস্তা করায় পূরাতন মসজিদ সংস্কার সম্ভব হয়নি। পরে ইদ্রিসআলী,তহিদুল,নজরুল,শফিকুল,মকবুল,আতাউর গং- মুসল্লীদের ভোগান্তি দেখে জমি দান করেন। এখন পূরাতন মসজিদ কমিটি আমাদের হয়রানি করছে।
এ বিষয়ে মিঠাপুকুর থানার এসআই ইমরান জানান, আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। উভয় পক্ষের সঙ্গে কথা হয়েছে। বিষয়টি নিয়ে আলোচনা সাপেক্ষ সমাধান করা হবে।
জনপ্রিয় সংবাদ

ইবি মেসডার সভাপতি শিমুল, সম্পাদক মোতালেব 

মিঠাপুকুরে তিন শতাধিক বছরের পূরনো মসজিদ ভাঙ্গা নিয়ে সামাজিক বিভক্তির অভিযোগ 

আপডেট সময় ০৬:২৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২

 

রংপুর -মিঠাপুকুর প্রতিনিধিঃ-
মিঠাপুকুরের রানীপুকুর ইউনিয়নের তাজনগর পশ্চিম-পাড়া জামে মসজিদ ভেঙ্গে নতুন মসজিদ ‘নির্মাণ’ নিয়ে সামাজিক বিভেদ সৃষ্টি হয়েছে হর-নারায়ণপুর মৌজাস্হ তাজনগর পশ্চিমপাড়া গ্রামের নতুন মসজিদ কমিটি এবং পূরাতন মসজিদ কমিটির মধ্যে। সামাজিক ভাবে হেও-করাসহ কয়েকটি পরিবারকে একঘরে করার অপচেষ্টা চলছে বলে জানান কয়েকজন। পূরাতন মসজিদ কমিটির সভাপতি আচাদ আলী, মসজিদের সম্পত্তি ও মসজিদ রক্ষায় থানায় অভিযোগ দায়ের করেছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, তাজনগর পশ্চিম পাড়া গ্রামে প্রায় পাঁচ শতাংশ জমির উপর একটি তিনশত বছরের অধিক পূরনো আধাপাকা টিনশেড মসজিদ রয়েছে। তার পাশ্ববর্তী জায়গায় আরেকটি ১৬ শতাংশ জমি জুড়ে নতুন মসজিদ নির্মানের কাজ চলছে। দুটি মসজিদেই নামাজ আদায় করছেন মুসল্লীরা। রয়েছে আলাদা ঈমাম ও মুয়াজ্জিন।
পুরাতন মসজিদের সভাপতিঃ আচাদ আলী জানান,আমার পূর্বপুরুষ এজাদুল্লাহ মন্ডল মসজিদের জমি দান করেছিলেন এবং আবুল কাসেম,আমেনা বেগম নামেসহ তিন ব্যক্তি কিছু চাষবাদীয় জমি পূরাতন মসজিদের নামে দিয়েছিলেন। দানকরা জমির চাষাবাদের অর্থ মসজিদের বিভিন্ন কাজে ব্যয় করা হতো।পূরাতন মসজিদটি সংস্কার করার জন্য সবাই একত্রিত হলেও পরে অজ্ঞাত কারণে আরেকটি মসজিদ নির্মাণ শুরু হয়। আর পূরাতন মসজিদ ভেঙ্গে ফেলতে কৌশল অবলম্বন করে নতুন মসজিদ কমিটি। যা নিয়ে সমাজে বিভেদ সৃষ্টি হয়েছে।
পূরাতন মসজিদ কমিটির সভাপতি আচাদ আলী জানান, নতুন মসজিদ কমিটির সভাপতি হেলাল, সম্পাদক-মশিয়ার আমাদের পূরাতন মসজিদের সম্পত্তি আত্মসাৎ করার চেষ্টা করছে।তারা বিভিন্নভাবে উক্ত সমাজে বসবাসরত গ্রামবাসীর মাঝে আতংক ছড়িয়ে ধর্মপ্রাণ মুসল্লীদের পূরাতন মসজিদে নামাজ পড়তে নিষেধ করে আসছেন। পুরাতন মসজিদে নামাজ পড়লে একঘরে করার হুমকি দিচ্ছেন। ইলিয়াস, আইয়ুব,আসাদ, হায়দার আলী,ইয়াকুব সহ কয়েকজন জানান, নতুন মসজিদ নির্মাণের দরকার ছিলোনা। পূর্বের মসজিদটি সংস্কার করে এখানে সম্প্রিতি বজায় রেখে নামাজ পড়া যেতো। পূরাতন মসজিদ নতুন মসজিদ নিয়ে বিভেদ সৃষ্টি না করে, দুটো মসজিদেই নামাজ আদায় করার দাবি জানান তারা।
এ বিষয়ে নতুন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক,মশিয়ার রহমান জানান,চেয়ারম্যান দফায় দফায় সার্লিশ করেও মসজিদের জমি দিয়ে কয়েকজন বাড়িতে প্রবেশের রাস্তা করায় পূরাতন মসজিদ সংস্কার সম্ভব হয়নি। পরে ইদ্রিসআলী,তহিদুল,নজরুল,শফিকুল,মকবুল,আতাউর গং- মুসল্লীদের ভোগান্তি দেখে জমি দান করেন। এখন পূরাতন মসজিদ কমিটি আমাদের হয়রানি করছে।
এ বিষয়ে মিঠাপুকুর থানার এসআই ইমরান জানান, আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। উভয় পক্ষের সঙ্গে কথা হয়েছে। বিষয়টি নিয়ে আলোচনা সাপেক্ষ সমাধান করা হবে।