বাংলাদেশ ০৬:৪১ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
নোটিশ :

সাংবাদিক নিয়োগ চলছে,, সাংবাদিক নিয়োগ চলছে,,০১৯৯৯-৯৫৩৯৭০, ০১৭১২-৪৪৬৩০৬,০১৭১১-০০৬২১৪ সম্পাদক

     
ব্রেকিং নিউজ ::
মুখী নদীর পাড়ে মাদকের জমজমাট ব্যবসা। পিরোজপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত কলাপাড়ায় অর্ধশত দালালদের কাছে জিম্মি হাজার হাজার কৃষক ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন কুবিতে ত্রিমুখী সংঘর্ষ, মারধরের পাল্টাপাল্টি অভিযোগ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক কারবারি তারেক আজিজ কে গ্রেফতার করেছে র‍্যাব। আ’লীগের প্রবীণ নেতা হাফিজ মেম্বর আর নেই  কলাপাড়ায় বালুর জাহাজ থেকে নদীতে পরে শ্রমিক নিখোঁজ। আবারো জকিগঞ্জে ট্রাকের সাথে মোটর সাইকেলের ধাক্কায় একই গ্রামের তিনজন নিহত হয়েছেন। জনপ্রিয় শিল্পী হাসানের পরিবারকে সহায়তা করবেন মেয়র। ফুলবাড়ীতে পুকুর ডাকের বিষয়ে সংবাদ সম্মেলন কটিয়াদীতে ফারিয়ার নতুন কমিটি: সভাপতি রেফায়েত,সম্পাদক নুরে আলম চাঁপাইনবাবগঞ্জের বালু গোদাগাড়ীতে মজুত করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ বাজার বেড়িবাঁধ গাঁজাসহ ০২ জন আন্তঃজেলা কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। কাউখালীতে জীবনের ঝুঁকি নিয়ে সাঁকো পারাপার হচ্ছে ছাত্র-ছাত্রীসহ এলাকাবাসী।

সংবাদকর্মীদের চেষ্টায় ভান্ডারিয়ায় ১৪ বছর পর ভারসাম্যহীন বৃদ্ধা রাবেয়া বাড়ি ফিরলেন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:৩৬:০১ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২
  • ১৭০০ বার পড়া হয়েছে

 

 

 

 

 

ভান্ডারিয়া প্রতিনিধি ঃ

 

 

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় ১৪ বছর ধরে আশ্রিত বৃদ্ধা রাবেয়া সংবাদকর্মীদের চেষ্টায় বাড়ি ফিরেছেন। গতকাল সোমবার সকালে বৃদ্ধা রাবেয়া বেগম (৯০) এর তিন সন্তান আইনুল ইসলাম,বোরহান উদ্দিন, মনোয়ার হোসেন ও তার নাতী হিৃদয় আহমেদ তাকে নিতে আসে।

 

 

অবশেষে বৃদ্ধাকে নাটর সদর উপজেলার দিঘাপাতিয়া ইউনিয়নের ইসলাবাড়ী খমার গ্রামে নিয়ে যায় সন্তানরা। বৃদ্ধার বিদায় কালে তাকে এক নজর দেখতে স্থানীয় বোথলা বাজারে শত শত মানুষ উপস্থিত হন। গত ১৪ বছর আগে রাবেয়া বেগম উপজেলার ইকড়ি ইউনিয়নের বোথলা বাজারের মুদি ব্যবসায়ী মো. হেদায়েতুল ইসলাম আকন (হিদু আকন) এর মায়ের মিলাদ অনুষ্ঠানে এসে উপস্থিত হন।

 

 

ক্ষুদায় কাহিল দেখে হিদু আকন তাকে খাবার দেয় । সেই থেকে রাবেয়া হিদু আকনের কাছে থেকে যায়। হিদু আকন ওই বৃদ্ধা রাবিয়া বেগমকে নানী বলে ডাকতো এবং নানীর থাকার জন্য বোথলা বাজার সংলগ্ন স্কুল ঘরের সামনে টিনের ছাপড়া কুড়ে ঘর তুলে দিয়ে সেখানে নিয়মিত খাবার দেয়া সহ তাকে পরিস্কার পরিচ্ছন্ন করতেন । এ ঘটনাটি গত সপÍাহে নজরে আসে স্থানীয় সংবাদকর্মী মো: মামুন হোসেন ও সামসুল ইসলাম আমিরুলের। তারা এ বিষয় নিয়ে বিভিন্ন পত্রপত্রিকা সহ অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশ করলে বৃদ্ধা রাবেয়ার স্বজননা তা ফেজবুক যোগাযোগ মাধ্যমে দেখতে পেয়ে ওই বৃদ্ধাকে খুঁজে পায়।

 

 

বৃদ্ধা রাবেয়ার বড় ছেলে আইনুল ইসলাম কেঁদে বলেন, গত ২০০৮ সালে মা হঠাৎ হারিয়ে যায়। তাকে বহু খোঁজেও পাইনি। আমরা বুজেছি এতো বছরে হয়তো মা আর নেই। তাই তার জন্য প্রতিবছর মিলাদ মাহফিল সহ দোয়া করে আসছি। কিন্তু আজ আল্লাহর অশেষ কুদরতে সাংবাদিক ভাইদের সহযোগীতায় মাকে খুঁজে পেয়ে মহান রবের দরবারে লাখো কোটি শুকরিয়া জানাচ্ছি। এ বিষয়ে বৃদ্ধার আশ্রয় দাতা মো. হেদায়েতুল ইসলাম আকন কেঁদে কেঁদে বলেন, বৃদ্ধা নানী রাবেয়া বেগম একজন মানষিক ভারসাম্যহীন মানুষ। ভাল ভাবে কিছুই বলতে পারতো না। আজ তাকে হারাতে খুব কষ্ট হচ্ছে। আবার, সন্তানদের হাতে মাকে তুলেদিতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। এ জন্য সাংবাদিক ভাইদের প্রতি কৃজ্ঞতা প্রকাশ করছি।

 

 

 

 

 

জনপ্রিয় সংবাদ

সংবাদকর্মীদের চেষ্টায় ভান্ডারিয়ায় ১৪ বছর পর ভারসাম্যহীন বৃদ্ধা রাবেয়া বাড়ি ফিরলেন

আপডেট সময় ০৭:৩৬:০১ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২

 

 

 

 

 

ভান্ডারিয়া প্রতিনিধি ঃ

 

 

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় ১৪ বছর ধরে আশ্রিত বৃদ্ধা রাবেয়া সংবাদকর্মীদের চেষ্টায় বাড়ি ফিরেছেন। গতকাল সোমবার সকালে বৃদ্ধা রাবেয়া বেগম (৯০) এর তিন সন্তান আইনুল ইসলাম,বোরহান উদ্দিন, মনোয়ার হোসেন ও তার নাতী হিৃদয় আহমেদ তাকে নিতে আসে।

 

 

অবশেষে বৃদ্ধাকে নাটর সদর উপজেলার দিঘাপাতিয়া ইউনিয়নের ইসলাবাড়ী খমার গ্রামে নিয়ে যায় সন্তানরা। বৃদ্ধার বিদায় কালে তাকে এক নজর দেখতে স্থানীয় বোথলা বাজারে শত শত মানুষ উপস্থিত হন। গত ১৪ বছর আগে রাবেয়া বেগম উপজেলার ইকড়ি ইউনিয়নের বোথলা বাজারের মুদি ব্যবসায়ী মো. হেদায়েতুল ইসলাম আকন (হিদু আকন) এর মায়ের মিলাদ অনুষ্ঠানে এসে উপস্থিত হন।

 

 

ক্ষুদায় কাহিল দেখে হিদু আকন তাকে খাবার দেয় । সেই থেকে রাবেয়া হিদু আকনের কাছে থেকে যায়। হিদু আকন ওই বৃদ্ধা রাবিয়া বেগমকে নানী বলে ডাকতো এবং নানীর থাকার জন্য বোথলা বাজার সংলগ্ন স্কুল ঘরের সামনে টিনের ছাপড়া কুড়ে ঘর তুলে দিয়ে সেখানে নিয়মিত খাবার দেয়া সহ তাকে পরিস্কার পরিচ্ছন্ন করতেন । এ ঘটনাটি গত সপÍাহে নজরে আসে স্থানীয় সংবাদকর্মী মো: মামুন হোসেন ও সামসুল ইসলাম আমিরুলের। তারা এ বিষয় নিয়ে বিভিন্ন পত্রপত্রিকা সহ অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশ করলে বৃদ্ধা রাবেয়ার স্বজননা তা ফেজবুক যোগাযোগ মাধ্যমে দেখতে পেয়ে ওই বৃদ্ধাকে খুঁজে পায়।

 

 

বৃদ্ধা রাবেয়ার বড় ছেলে আইনুল ইসলাম কেঁদে বলেন, গত ২০০৮ সালে মা হঠাৎ হারিয়ে যায়। তাকে বহু খোঁজেও পাইনি। আমরা বুজেছি এতো বছরে হয়তো মা আর নেই। তাই তার জন্য প্রতিবছর মিলাদ মাহফিল সহ দোয়া করে আসছি। কিন্তু আজ আল্লাহর অশেষ কুদরতে সাংবাদিক ভাইদের সহযোগীতায় মাকে খুঁজে পেয়ে মহান রবের দরবারে লাখো কোটি শুকরিয়া জানাচ্ছি। এ বিষয়ে বৃদ্ধার আশ্রয় দাতা মো. হেদায়েতুল ইসলাম আকন কেঁদে কেঁদে বলেন, বৃদ্ধা নানী রাবেয়া বেগম একজন মানষিক ভারসাম্যহীন মানুষ। ভাল ভাবে কিছুই বলতে পারতো না। আজ তাকে হারাতে খুব কষ্ট হচ্ছে। আবার, সন্তানদের হাতে মাকে তুলেদিতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। এ জন্য সাংবাদিক ভাইদের প্রতি কৃজ্ঞতা প্রকাশ করছি।