বাংলাদেশ ০৫:০০ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
নোটিশ :

সাংবাদিক নিয়োগ চলছে,, সাংবাদিক নিয়োগ চলছে,,০১৯৯৯-৯৫৩৯৭০, ০১৭১২-৪৪৬৩০৬,০১৭১১-০০৬২১৪ সম্পাদক

     
ব্রেকিং নিউজ ::
আবারো জকিগঞ্জে ট্রাকের সাথে মোটর সাইকেলের ধাক্কায় একই গ্রামের তিনজন নিহত হয়েছেন। জনপ্রিয় শিল্পী হাসানের পরিবারকে সহায়তা করবেন মেয়র। কটিয়াদীতে ফারিয়ার নতুন কমিটি: সভাপতি রেফায়েত,সম্পাদক নুরে আলম চাঁপাইনবাবগঞ্জের বালু গোদাগাড়ীতে মজুত করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ বাজার বেড়িবাঁধ গাঁজাসহ ০২ জন আন্তঃজেলা কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। কাউখালীতে জীবনের ঝুঁকি নিয়ে সাঁকো পারাপার হচ্ছে ছাত্র-ছাত্রীসহ এলাকাবাসী। বিপুল পরিমাণে  জালটাকা সহ জালনোট চক্রের ০২ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। মণিরামপুরে তীব্র তাপদাহে তৃষ্ণার্ত পথচারীদের মাঝে ইসলামী যুব আন্দোলনের শরবত বিতরণ অবৈধভাবে চাঁদা উত্তোলনকালে চাঁদাবাজ চক্রের মূলহোতা ফজলে রাব্বিসহ ১৫ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব। দেশীয় অস্ত্র ও বিদেশী মদসহ ০২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। রাজশাহীতে বিপুল পরিমান ফেনসিডিল সহ মাদক কারবারী গ্রেফতার মহানগরীতে এসআই এর উপস্থিতিতে গৃহবধূকে ইভটিজিং! প্রতিকার না পেয়ে পুলিশ কমিশনারের নিকট অভিযোগ   গাড়ি সহ কুবি কোষাধ্যক্ষকে পথরুদ্ধ, শিক্ষকদের দুই পক্ষের মধ্যে বাকবিতন্ডা ব্রাহ্মণবাড়িয়ায় বৃষ্টির জন্য প্রার্থনা,কাঁদলেন শতাধিক মুসলিম। জুয়া খেলার সময় ধরা, ইউপি সদস্যসহ ৮ জন আটক

চট্টগ্রামের ছেলে কাজী হাবিবুল হলেন প্রধান নির্বাচন কমিশনার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:১২:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২
  • ১৭৩৮ বার পড়া হয়েছে

চট্টগ্রামের ছেলে কাজী হাবিবুল হলেন প্রধান নির্বাচন কমিশনার

এম. মতিন, চট্টগ্রাম ব্যুরো।  
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রামের সন্তান সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়াল। কমিশনের অন্য সদস্যরা হলেন— অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. আলমগীর ও আনিছুর রহমান।
আজ শনিবার ( ২৬ ফেব্রুয়ারি) বিকেল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
কাজী হাবিবুল আউয়াল চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নের কাজী বাড়ির কাজী আব্দুল আওয়ালের সন্তান। তার পিতা কাজী আব্দুল আওয়াল ৪ নভেম্বর জেল হত্যা মামলার বাদী। জেল হত্যার সময় তিনি ডিআইজি (প্রিজন) ছিলেন। কাজী হাবিবুল আউয়াল ধর্ম সচিব ও প্রতিরক্ষা সচিবের দায়িত্ব পালন করেছেন।
প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগের লক্ষ্যে ১০ জনের নাম সুপারিশের জন্য গত ৫ ফেব্রুয়ারি ৬ সদস্যের সার্চ কমিটি গঠন করেন রাষ্ট্রপতি। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে এর প্রধান করা হয়। যোগ্য ব্যক্তিদের নাম বাছাই করতে গত ১২ ও ১৩ ফেব্রুয়ারি বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে তিনটি বৈঠক করে সার্চ কমিটি। এসব বৈঠকে অংশ নেওয়া বিশিষ্টজনরা নির্বাচন কমিশনার হিসেবে যোগ্য  ব্যক্তিদের কিছু নাম প্রস্তাব করেন।
এর আগে সার্চ কমিটির পক্ষ থেকে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে এবং ব্যক্তি পর্যায়ে সবার কাছে নির্বাচন কমিশনার হিসেবে যোগ্য ব্যক্তিদের নাম চাওয়া হয়। আওয়ামী লীগসহ অনেক রাজনৈতিক দল নাম পাঠায়। অনেকে ব্যক্তিগতভাবেও নাম পাঠান। তবে বিএনপি এ প্রক্রিয়ায় অংশ নেয়নি।
সার্চ কমিটির কাছে মোট ৩২২ জনের নাম জমা পড়ে। এরপর তারা কয়েকটি বৈঠক করে ওই ৩২২ জন থেকে ১০ জনের নাম চূড়ান্ত করেন। ২৪ ফেব্রুয়ারি রাতে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে ১০ জনের এ তালিকা জমা দেন সার্চ কমিটির সদস্যরা।
উল্লেখ্য, সর্বশেষ ইসির মেয়াদ গত ১৪ ফেব্রুয়ারি শেষ হয়েছে। স্বাধীনতার পর এবারই আইন অনুযায়ী প্রথম ইসি গঠিত হচ্ছে। এ জন্য গত ২৭ জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২ জাতীয় সংসদে পাস হয়।
জনপ্রিয় সংবাদ

আবারো জকিগঞ্জে ট্রাকের সাথে মোটর সাইকেলের ধাক্কায় একই গ্রামের তিনজন নিহত হয়েছেন।

চট্টগ্রামের ছেলে কাজী হাবিবুল হলেন প্রধান নির্বাচন কমিশনার

আপডেট সময় ০৭:১২:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২
এম. মতিন, চট্টগ্রাম ব্যুরো।  
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রামের সন্তান সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়াল। কমিশনের অন্য সদস্যরা হলেন— অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. আলমগীর ও আনিছুর রহমান।
আজ শনিবার ( ২৬ ফেব্রুয়ারি) বিকেল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
কাজী হাবিবুল আউয়াল চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নের কাজী বাড়ির কাজী আব্দুল আওয়ালের সন্তান। তার পিতা কাজী আব্দুল আওয়াল ৪ নভেম্বর জেল হত্যা মামলার বাদী। জেল হত্যার সময় তিনি ডিআইজি (প্রিজন) ছিলেন। কাজী হাবিবুল আউয়াল ধর্ম সচিব ও প্রতিরক্ষা সচিবের দায়িত্ব পালন করেছেন।
প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগের লক্ষ্যে ১০ জনের নাম সুপারিশের জন্য গত ৫ ফেব্রুয়ারি ৬ সদস্যের সার্চ কমিটি গঠন করেন রাষ্ট্রপতি। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে এর প্রধান করা হয়। যোগ্য ব্যক্তিদের নাম বাছাই করতে গত ১২ ও ১৩ ফেব্রুয়ারি বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে তিনটি বৈঠক করে সার্চ কমিটি। এসব বৈঠকে অংশ নেওয়া বিশিষ্টজনরা নির্বাচন কমিশনার হিসেবে যোগ্য  ব্যক্তিদের কিছু নাম প্রস্তাব করেন।
এর আগে সার্চ কমিটির পক্ষ থেকে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে এবং ব্যক্তি পর্যায়ে সবার কাছে নির্বাচন কমিশনার হিসেবে যোগ্য ব্যক্তিদের নাম চাওয়া হয়। আওয়ামী লীগসহ অনেক রাজনৈতিক দল নাম পাঠায়। অনেকে ব্যক্তিগতভাবেও নাম পাঠান। তবে বিএনপি এ প্রক্রিয়ায় অংশ নেয়নি।
সার্চ কমিটির কাছে মোট ৩২২ জনের নাম জমা পড়ে। এরপর তারা কয়েকটি বৈঠক করে ওই ৩২২ জন থেকে ১০ জনের নাম চূড়ান্ত করেন। ২৪ ফেব্রুয়ারি রাতে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে ১০ জনের এ তালিকা জমা দেন সার্চ কমিটির সদস্যরা।
উল্লেখ্য, সর্বশেষ ইসির মেয়াদ গত ১৪ ফেব্রুয়ারি শেষ হয়েছে। স্বাধীনতার পর এবারই আইন অনুযায়ী প্রথম ইসি গঠিত হচ্ছে। এ জন্য গত ২৭ জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২ জাতীয় সংসদে পাস হয়।