নিজস্ব প্রতিবেদক
লালমনিরহাট থেকে ৩৯৯ বোতল ফেনসিডিল ও ৫০০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটের বিশাল চালানসহ ০১ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৩।
মাদকের কালো থাবায় আক্রান্ত সারা বিশ্ব। মাদকের বিস্তার এখন শুধু শহরেই নয়, গ্রামেও ছড়িয়ে পড়েছে ব্যাপকভাবে। এর বিষাক্ত ছোবল শেষ করে দিচ্ছে তারুণ্যের অমিত সম্ভাবনাকে। মূল্যবোধের অবক্ষয়, প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির অসামঞ্জস্যতা, এবং নানাবিধ হতাশার সুযোগ নিয়ে মাদক তার কালো হাত প্রসারিত করেছে তরুন সমাজের প্রতি।
র্যাবের চলমান মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় অদ্য ৩০/০৯/২০২৪ তারিখ আনুমানিক দুপুর ১২.৩০ ঘটিকার সময় র্যাব-১৩, ব্যাটালিয়ন সদর, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার আদিতমারী থানাধীন মহিষতুলী গ্রামে মাদক ব্যবসায়ী মহেন্দ্রনাথের বসতবাড়ী তল্লাশী করে ৩৯৯ বোতল ফেনসিডিল এবং ৫০০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী সুরবালা (৫৫), স্বামী-মৃত জলধর রায়,গ্রাম-মহিষতুলী আমতলা, থানা-আদিতমারী, জেলা-লালমনিরহাটকে গ্রেফতার করে এবং অপর আসামী শ্রী মহেন্দ্রনাথ রায়, পিতা-জলধর রায়, গ্রাম-মহিষতুলী আমতলা, থানা-আদিতমারী, জেলা-লালমনিরহাট র্যাবের উপস্থিতি টের পেয়ে সু-কৌশলে পালিয়ে যায়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে লালমনিরহাট জেলার আদিতমারী থানায় র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করেছে এবং আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।