বাংলাদেশ ১১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
নোটিশ :

সাংবাদিক নিয়োগ চলছে,, সাংবাদিক নিয়োগ চলছে,,০১৯৯৯-৯৫৩৯৭০, ০১৭১২-৪৪৬৩০৬,০১৭১১-০০৬২১৪ সম্পাদক

     
ব্রেকিং নিউজ ::
ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে যুবকের মৃত্যু ব্রাহ্মণপাড়ায় ভেসাল জালে ধরা পরছে দেশী মাছ মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে অবমাননাকারীর বিচারের দাবিতে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত ভালুকায় খাদ্যবান্ধব কর্মসূচির ১২৫ বস্তা চাল জব্দ আটক- ২ হোসেনপুরে গণঅধিকার পরিষদের আহ্বায়ক কমিটির অনুমোদন গৌরীপুরে দুর্গা প্রতিমা ভাংচুর, আটক-১, পরিবারের দাবি আটককৃত ছেলে ইয়াসিন মানসিক প্রতিবন্ধী মাথা গোঁজার ঠাঁই হলো আম্বিয়ার পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনা একজন নিহত সলঙ্গায় মহিলা মাদ্রাসায় কোরআনের প্রথম ছবক অনুষ্ঠিত ট্রাকে অভিনব কায়দায় লুকানো বিপুল পরিমাণ ফেনসিডিলসহ ০৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব। গৌরীপুরে বাংলাদেশ স্কাউটের ত্রৈ-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত গফরগাঁওয়ে খাদ্যবান্ধব কর্মসূচি ডিলার নিয়োগ পেয়েছে আওয়ামী লীগ। বসুরহাট পৌরসভার সাবেক মেয়র কাদের মির্জা বিরুদ্ধে হত্যা মামলা শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গৌরীপুর পৌরসভায় মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে প্রশিক্ষণ শেষে নারীদের মাঝে সনদপত্র বিতরণ

ব্রাহ্মণপাড়ায় ভেসাল জালে ধরা পরছে দেশী মাছ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৫২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪
  • ১৫৭৯ বার পড়া হয়েছে

 

 

মোঃ অপু খান চৌধুরী।।
ভেসাল জাল দিয়ে মাছ ধরার দৃশ্য, গ্রাম বাংলার এটি চিরচেনা রূপ। নদী, নালা, খাল বিলে পানি না হওয়ায় এক সময় এই জাল দিয়ে মাছ ধরার কথা জেলেরা ভুলেই গিয়েছিল। কিন্তু এই বছর কুমিল্লা জেলার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলায় বন্যা হওয়ায় খালে-বিলে পানি বৃদ্ধি পাওয়ায় এবং খালে স্রোত থাকায় বিভিন্ন দেশীয় মাছ ধরা পরেছে এসব জালে। এ বছর বন্যায় বিভিন্ন পুকুর ও জলাশয় থেকে মাছ ভেসে যাওয়ায় দেশী মাছের পাশাপাশি অন্যান্য মাছও ধরা পড়ছে।

এ ছাড়া বন্যার পানি খাল-বিলে বেশি দিন থাকায় প্রকৃতিগতভাবে দেশীয় মাছ সৃষ্টি হয়েছে। ফলে এসব মাছ ধরা পরছে ভেসাল জালে।

এখন বন্যার পানি ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন খাল দিয়ে পানি ভাটির দিকে নেমে যাওয়ায় ভেসাল জাল দিয়ে গ্রামের খাল-বিলে মাছ শিকার চোখে পরবে।

উপজেলার ব্রাহ্মণপাড়া-মিরপুর সড়কের বড়ধুশিয়া থেকে ছোটধুশিয়া, সবুজপাড়া, চারিপাড়া, চান্দলা পর্যন্ত প্রায় ১০ থেকে ১২ টি ভেজাল জাল দিয়ে মাছ ধরার দৃশ্য চোখে পড়বে।

এছাড়া ধান্যদৌল থেকে নাগাইশ হয়ে শশীদল পর্যন্ত, নাইঘর থেকে হরিমঙ্গল, বড়ধুশিয়া থেকে শশীদল, গোলাবারিয়া থেকে বড়ধুশিয়া ও গোলাবারিয়া থেকে বেড়াখলা, শিদলাই পর্যন্ত প্রতিটি খালে ভেসাল জাল দিয়ে মাছ ধরছে জেলেরা।

এ জালে চিংড়ি, পুঁটি, টেংরা, বাইলা, বাইম, মলা, ঢেলাসহ নানান প্রজাতির দেশি মাছ পাওয়া যাচ্ছে। এছাড়া বিভিন্ন সময় দেশি মাছ ছাড়াও অন্যান্য মাছ পাওয়া যায়।

ধান্যদৌল গ্রামের জসিম উদ্দিন জানান, ভেল (ভেসাল) জাল দিয়ে মাছ ধরা খুব সহজ। অবসর সময়ে এ জাল বেয়ে থাকি। মাঝে মাঝে আমার ছেলে ও এ জাল বায়। নিজের সংসারে মাছের চাহিদা পূরণের পর এখান থেকে সংসারের বাড়তি আয় আসে।

নাগাইশ গ্রামের মতিন মিয়া জানান, এ বছর বন্যা হওয়ায় ভেলে (ভেসাল জাল) অনেক মাছ ধরা পড়েছে। বিগত ১৫-২০ বছরে এমন মাছ ধরা পড়ে নাই। এ বছর বন্যা হওয়ায় এবং খাল-বিলে অনেক দিন পানি থাকায় দেশী প্রজাতির অনেক মাছ জালে ধরা পড়ছে। আমি কৃষি কাজ করি, পাশাপাশি এ জাল দিয়ে মাছ ধরি।

এ ব্যপারে জানতে চাইলে ব্রাহ্মণপাড়া উপজেলা মৎস্য অফিসার জয় বনিক জানান, এ সময়টা দেশি প্রজাতির মাছ প্রচুর উৎপাদন হয়েছে এবং বিভিন্ন জালে জেলেরা প্রচুর পরিমাণ ধরছে। তবে ভেসাল জাল দিয়ে পাঁচ ইঞ্চি নিচে চাষ করা মাছ শিকার করা সম্পূর্ণ নিষেধ। তবে দেশীয় ছোট জাতের মাছ শিকার করা নিষিদ্ধ নয়।

 

 

 

আপলোডকারীর তথ্য

Banglar Alo News

hello
জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে যুবকের মৃত্যু

ব্রাহ্মণপাড়ায় ভেসাল জালে ধরা পরছে দেশী মাছ

আপডেট সময় ০৪:৫২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪

 

 

মোঃ অপু খান চৌধুরী।।
ভেসাল জাল দিয়ে মাছ ধরার দৃশ্য, গ্রাম বাংলার এটি চিরচেনা রূপ। নদী, নালা, খাল বিলে পানি না হওয়ায় এক সময় এই জাল দিয়ে মাছ ধরার কথা জেলেরা ভুলেই গিয়েছিল। কিন্তু এই বছর কুমিল্লা জেলার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলায় বন্যা হওয়ায় খালে-বিলে পানি বৃদ্ধি পাওয়ায় এবং খালে স্রোত থাকায় বিভিন্ন দেশীয় মাছ ধরা পরেছে এসব জালে। এ বছর বন্যায় বিভিন্ন পুকুর ও জলাশয় থেকে মাছ ভেসে যাওয়ায় দেশী মাছের পাশাপাশি অন্যান্য মাছও ধরা পড়ছে।

এ ছাড়া বন্যার পানি খাল-বিলে বেশি দিন থাকায় প্রকৃতিগতভাবে দেশীয় মাছ সৃষ্টি হয়েছে। ফলে এসব মাছ ধরা পরছে ভেসাল জালে।

এখন বন্যার পানি ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন খাল দিয়ে পানি ভাটির দিকে নেমে যাওয়ায় ভেসাল জাল দিয়ে গ্রামের খাল-বিলে মাছ শিকার চোখে পরবে।

উপজেলার ব্রাহ্মণপাড়া-মিরপুর সড়কের বড়ধুশিয়া থেকে ছোটধুশিয়া, সবুজপাড়া, চারিপাড়া, চান্দলা পর্যন্ত প্রায় ১০ থেকে ১২ টি ভেজাল জাল দিয়ে মাছ ধরার দৃশ্য চোখে পড়বে।

এছাড়া ধান্যদৌল থেকে নাগাইশ হয়ে শশীদল পর্যন্ত, নাইঘর থেকে হরিমঙ্গল, বড়ধুশিয়া থেকে শশীদল, গোলাবারিয়া থেকে বড়ধুশিয়া ও গোলাবারিয়া থেকে বেড়াখলা, শিদলাই পর্যন্ত প্রতিটি খালে ভেসাল জাল দিয়ে মাছ ধরছে জেলেরা।

এ জালে চিংড়ি, পুঁটি, টেংরা, বাইলা, বাইম, মলা, ঢেলাসহ নানান প্রজাতির দেশি মাছ পাওয়া যাচ্ছে। এছাড়া বিভিন্ন সময় দেশি মাছ ছাড়াও অন্যান্য মাছ পাওয়া যায়।

ধান্যদৌল গ্রামের জসিম উদ্দিন জানান, ভেল (ভেসাল) জাল দিয়ে মাছ ধরা খুব সহজ। অবসর সময়ে এ জাল বেয়ে থাকি। মাঝে মাঝে আমার ছেলে ও এ জাল বায়। নিজের সংসারে মাছের চাহিদা পূরণের পর এখান থেকে সংসারের বাড়তি আয় আসে।

নাগাইশ গ্রামের মতিন মিয়া জানান, এ বছর বন্যা হওয়ায় ভেলে (ভেসাল জাল) অনেক মাছ ধরা পড়েছে। বিগত ১৫-২০ বছরে এমন মাছ ধরা পড়ে নাই। এ বছর বন্যা হওয়ায় এবং খাল-বিলে অনেক দিন পানি থাকায় দেশী প্রজাতির অনেক মাছ জালে ধরা পড়ছে। আমি কৃষি কাজ করি, পাশাপাশি এ জাল দিয়ে মাছ ধরি।

এ ব্যপারে জানতে চাইলে ব্রাহ্মণপাড়া উপজেলা মৎস্য অফিসার জয় বনিক জানান, এ সময়টা দেশি প্রজাতির মাছ প্রচুর উৎপাদন হয়েছে এবং বিভিন্ন জালে জেলেরা প্রচুর পরিমাণ ধরছে। তবে ভেসাল জাল দিয়ে পাঁচ ইঞ্চি নিচে চাষ করা মাছ শিকার করা সম্পূর্ণ নিষেধ। তবে দেশীয় ছোট জাতের মাছ শিকার করা নিষিদ্ধ নয়।