ঢাকা , শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬ , ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বোয়ালখালীতে সাংবাদিকের ঘর চুরি,নিয়ে গেল নগদ টাকা,স্বর্ণালংকার


আপডেট সময় : ২০২৬-০১-৩১ ১৫:৪৪:১৫
বোয়ালখালীতে সাংবাদিকের ঘর চুরি,নিয়ে গেল নগদ টাকা,স্বর্ণালংকার বোয়ালখালীতে সাংবাদিকের ঘর চুরি,নিয়ে গেল নগদ টাকা,স্বর্ণালংকার


এম মনির চৌধুরী রানা 

বোয়ালখালী পৌরসভার পশ্চিম কধুরখীলে এক সাংবাদিকের বসতঘরের জানালা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে।

শনিবার (৩১ জানুয়ারি) সকাল আনুমানিক ১০টার দিকে পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে চুরির বিষয়টি জানতে পারেন।

 এর আগে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) পরিবারটি ঘর তালাবদ্ধ করে এক আত্মীয়ের বাড়িতে বিয়ের দাওয়াতে গিয়েছিলেন। চুরির ঘটনাটি ঘটে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম কধুরখীল এলাকার হানিফ মাঝির বাড়িতে।

 ভুক্তভোগী বোয়ালখালী দৈনিক কালবেলা প্রতিনিধি প্রাক্তন ও কাতারপ্রবাসী সাংবাদিক জাহিদ হাসানের ঘর থেকে চোরেরা প্রায় ১ ভরি স্বর্ণের গয়না ও নগদ ২১ হাজার টাকা নিয়ে যায়। সাংবাদিক জাহিদ হাসান জানান, “দুই দিন আগে আমরা খালার বাড়িতে বিয়ের দাওয়াতে যাই। শনিবার সকালে বাড়ি ফিরে দেখি ঘরের জানালা ভাঙা এবং ভেতরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে।”

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ