কুড়িগ্রামের চিলমারীতে র্যাব-১৩ এর মাদকবিরোধী অভিযানে ১৫.৬ কেজি গাঁজাসহ ০৩ জন মাদকব্যবসায়ী গ্রেফতার।
'বাংলাদেশ আমার অহংকার'-এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে। মাদক মুক্ত সমাজ গড়তে র্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
মাদক নির্মূলে র্যাব-১৩ নিয়মিতভাবে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা ও তথ্য সংগ্রহ করে থাকে এবং মাদকবিরোধী অভিযান পরিচালনা করে থাকে। র্যাবের চলমান এই মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় র্যাব-১৩, সিপিএসসি, রংপুর এর একটি আভিযানিক দল ইং ৩১/০১/২০২৬ তারিখ রাত ০২:৫০ ঘটিকায় কুড়িগ্রাম জেলার চিলমারী থানাধীন ৩নং থানাহাট ইউনিয়নের মাটিকাটা মোড়স্থ রেল ক্রসিং এর দক্ষিন পার্শ্বে জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনা করে ধৃত আসামিদের ব্যবহৃত ট্রাক তল্লাশীকালে চালকের সিটের নিচে এবং সহকারীর সিটের নিচে বিশেষ কায়দায় রক্ষিত ১৫.৬ কেজি গাঁজা জব্দসহ ০৩ জন মাদক ব্যবসায়ী ১। মোঃ ইসমাইল হোসেন (২৫), পিতা- কাশেম প্রামানিক, মাতা- জমেলা খাতুন, সাং-সন্তোষ, ইউপি-রুপবাটি, থানা-শাহজাদপুর, জেলা-সিরাজগঞ্জ, ২। মোঃ নবীর আলী (৪৫), পিতা- মোঃ চাদ আলী শেখ, মাতা- রেবা খাতুন, সাং-নলুয়া, থানা-শাহজাদপুর, জেলা-সিরাজগঞ্জ এবং ৩। মোঃ আজিজুল হক (৩৫), পিতা- কয়সার মন্ডল, মাতা- আছিয়া বেগম, সাং-অনন্তপুর, ইউপি- কাশিপুর, থানা-ফুলবাড়ী, জেলা- কুড়িগ্রাম’দেরকে গ্রেফতার করতে সক্ষম হয়।
ধৃত আসামিগণ দেশের বিভিন্ন স্থানে অজ্ঞাতনামা ব্যক্তিদের নিকট হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয় করে দেশের বিভিন্ন জায়গায় সু-কৌশলে মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় ও সরবরাহ করে আসছে। ধৃত আসামিগণ অভিনব সব কৌশল অবলম্বন করে মাদক পরিবহন ও মাদক ব্যবসা পরিচালনা করে থাকে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক ধৃত আসামিদের ও জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।