নিজস্ব প্রতিবেদক
ককসবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের মৌলানা ফজলুল করিম পরিবারের কৃতি সন্তান এডভোকেট মোহাম্মদ নাজেম উদ্দিন মুসা এডিশনাল পিপি হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি ককসবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর আইন কর্মকর্তা হিসেবে এ নিয়োগ পান।
আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের আইন ও বিচার বিভাগের জিপি-পিপি শাখার যুগ্নসচিব সানা মো: মাহরুফ হোসাইন স্বাক্ষরিত পত্রে এসব তথ্য প্রকাশ পায়। যার পত্র নম্বর সলিসিটর/ জিপি-পিপি (ককসবাজার) ২৪/২০২৪ (অংশ-১)-১১।
পত্র মতে, এ আইন কর্মকর্তাকে ককসবাজার জেলা শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল,ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনাল,নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল- এবং জেলা ও দায়রা জজ আদালতে আইন কর্মকর্তা ( অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর) হিসেবে নিয়োগ দেয়া হয় তাকে।
এদিকে রামুর কচ্ছপিয়া ইউনিয়নের ফাক্রিকাটা গ্রামের আলহাজ্ব মৌলানা
ফজলুল করিমের ছয় সন্তানের সর্বকনিষ্ট
এডভোকেট মোহাম্মদ নাজেম উদ্দিনের এডিশনাল প্রসিকিউটর হিসেবে নিয়োগ পাওয়ায় এলাকার সর্বমহল প্রশংসা ও অভিনন্দন জানিয়েছেন । বৃহস্পতিবার সকালে কচ্ছপিয়া কে.জি স্কুল মিলনায়তনে ছাত্র-শিক্ষক যৌথ সভায়
এ সভায় তার এ আর্জনের জন্যে দোয়া ও অভিনন্দন জানানো হয়। এছাড়া বিভিন্ন মহল ও তাকে নানা মাধ্যমে অভিনন্দন জানান।
অপর দিকে এডভোকেট নাজেম কচ্ছপিয়া কে.জি স্কুলের প্রতিষ্ঠাতা ও নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাঈনুদ্দিন খালেদের ছোট ভাই। তার পরিবারের ৬ ভাই-ই স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষা গ্রহন করেন। এ ছাড়া তার মরহুম পিতা আলহাজ্ব মৌলানা ফজলুল করিম ছিলেন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।