চলে গেলেন সাবেক হুইপ শহিদুল হক জামালের সহধর্মীনি মহিয়সী নারী নাসরিন হক
আপডেট সময় :
২০২৬-০১-৩১ ১২:১১:০৬
চলে গেলেন সাবেক হুইপ শহিদুল হক জামালের সহধর্মীনি মহিয়সী নারী নাসরিন হক
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি:
বানারীপাড়া-স্বরূপকাঠী আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক হুইপ ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা প্রয়াত সৈয়দ শহিদুল হক জামালের স্ত্রী সর্বজন শ্রদ্ধেয় নাসরিন হক (৭৬) আর নেই। শুক্রবার (৩০ জানুয়ারী) দিবাগত রাত পৌনে ৪টার দিকে ঢাকায় ক্যান্টনমেন্টের বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্না...রাজিউন)।
মৃত্যুকালে তিনি তিন ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনীসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। তিনি একজন অতিথিপরায়ন,ধর্মভীরু,
মানবিক ও উদারমনা মহিয়সী নারী ছিলেন। রোববার (১ ফেব্রুয়ারী) বাদ জোহর ঢাকায় ক্যান্টনমেন্টের আল্লাহু মসজিদ প্রাঙ্গনে জানাজা শেষে আজিমপুর গোরস্থানে স্বামীর কবরের পাশে তাকে চির নিন্দ্রায় শায়িত করা হবে। তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমেবদনা জানিয়েছেন। ###
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স