ঢাকা , শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬ , ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবনের আলোকচিত্র গণতন্ত্রের জীবন্ত দলিল : মিফতাহ সিদ্দিকী


আপডেট সময় : ২০২৬-০১-৩১ ০২:০১:৫৪
বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবনের আলোকচিত্র গণতন্ত্রের জীবন্ত দলিল : মিফতাহ সিদ্দিকী বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবনের আলোকচিত্র গণতন্ত্রের জীবন্ত দলিল : মিফতাহ সিদ্দিকী
 
নিজস্ব প্রতিবেদক
 
 
 
 
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, বেগম জিয়ার সংগ্রমী জীবন নিয়ে আলোকচিত্র প্রদর্শনী কোনো সাধারণ প্রদর্শনী নয়; এটি বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দীর্ঘ সংগ্রামের দৃশ্যমান দলিল। প্রতিটি ছবিতে ফুটে উঠেছে বেগম খালেদা জিয়ার ত্যাগ, দৃঢ়তা ও আপসহীন নেতৃত্বের ইতিহাস। স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে গণতন্ত্র পুনরুদ্ধার, জাতীয় স্বার্থ রক্ষা এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়া বারবার রাজপথে নেমেছেন। কারাবরণ, নিপীড়ন ও নির্যাতনের মধ্যেও তিনি কখনো মাথানত করেননি—এটাই তার নেতৃত্বের সবচেয়ে বড় বৈশিষ্ট্য।

এই আলোকচিত্রগুলো নতুন প্রজন্মকে জানাবে—ক্ষমতায় থাকার জন্য নয়, বরং গণতন্ত্র ও জনগণের অধিকারের জন্য রাজনীতি কাকে বলে। বেগম খালেদা জিয়ার জীবন প্রমাণ করে, নেতৃত্ব মানে সুবিধা নয়; নেতৃত্ব মানে ত্যাগ ও দায়বদ্ধতা। আজ যখন গণতন্ত্র সংকটে, তখন বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবন আমাদের প্রেরণা জোগায়। তার আদর্শই বিএনপির রাজনীতির ভিত্তি এবং সেই আদর্শ ধারণ করেই আগামী দিনে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের সংগ্রাম এগিয়ে যাবে। তাই বেগম জিয়ার সংগ্রমকে পুর্নতা দিতে হলে আগামী নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করতে হবে।


বৃহষ্পতিবার সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি, ঢাকা আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কর্মময় জীবনের উপর দুই দিন ব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্মিলিত পেশাজীবী পরিষদ সিলেটের আহবায়ক ডা. শামীমুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ‎বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট মহানগর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জিয়াউর রহমান ফাউন্ডেশনের সিলেট বিভাগীয় আহবায়ক প্রফেসর মোহাম্মদ ইকবাল, সিকৃবির সাবেক ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর ড. মো. সিদ্দিকুল ইসলাম, শাবিপ্রবির সাদা দলের সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর মোজাম্মেল হক, শাবিপ্রবির প্রফেসর শাহ আতিকুল হক, নারী ও শিশু অধিকার ফোরাম, সিলেটের আহ্বায়ক ‎অধ্যাপক ডা. শাহনেওয়াজ চৌধুরী, কবি ও বাচিকশিল্পী সালেহ আহমেদ খসরু, সিকৃবির প্রয়ফেসর মোজাম্মেল হক, এ্যাব সিলেটের সদস্য সচিব ড. জামিল আহমেদ, বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি, ঢাকার অর্থ সম্পাদক ইসহাক আসিফ ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম।

সভাপতির বক্তব্যে সম্মিলিত পেশাজীবী পরিষদ সিলেটের আহবায়ক ডা. শামীমুর রহমান বলেন, বেগম জিয়া পুরো জীবনই ছিল সংগ্রামের। তিনি একটি মূহুর্তের জন্যও আপোষ করেন নি। আমাদের নতুন প্রজন্মকে সেই ইতিহাস জানানোর লক্ষ্যেই আজকের এই প্রদর্শনী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক মো. মনিরুল ইসলাম ও রায়হান এইচ খান।

উল্লেখ্য, আলোকচিত্রটি শুক্রবার রাত ১০ পর্যন্ত চলবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ