নবীগঞ্জে কৃষি ব্যাংকের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড
আপডেট সময় :
২০২৬-০১-৩১ ০১:১৯:৩১
নবীগঞ্জে কৃষি ব্যাংকের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড
হবিগঞ্জ প্রতিনিধিঃ
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে বাজারে অবস্থিত কৃষি ব্যাংকের নিচতলার একটি গোডাউনে হঠাৎ করে আগুন লাগে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ রূপ ধারণ করে এবং গোডাউন থেকে ঘন ধোঁয়া বের হতে থাকে। খবর পেয়ে বাহুবল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত করে কেউ কিছু বলতে পারেনি। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স