ঢাকা , শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬ , ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

​ঝিনাইদহ সীমান্তে ৭৭ লাখ টাকার স্বর্ণসহ চোরাকারবারি আটক


আপডেট সময় : ২০২৬-০১-৩১ ০০:২৩:৪৬
​ঝিনাইদহ সীমান্তে ৭৭ লাখ টাকার স্বর্ণসহ চোরাকারবারি আটক ​ঝিনাইদহ সীমান্তে ৭৭ লাখ টাকার স্বর্ণসহ চোরাকারবারি আটক

মোহাম্মদ ইয়ানবী খান, মহেশপুর ঝিনাইদহ প্রতিনিধি, 

ঝিনাইদহ সীমান্তে ৭৭ লাখ টাকার স্বর্ণসহ চোরাকারবারি আটক
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ৭৭ লাখ ৫৩ হাজার টাকার স্বর্ণসহ ফয়সাল হাসান শিশির (২৬) নামে এক চোরাকারবারিকে আটক করেছে ৫৮ বিজিবি । শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার খোশালপুর বাজার থেকে স্বর্ণসহ তাকে আটক করা হয়।

আটককৃত ফয়সাল হাসান শিশির মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের খোশালপুর গ্রামের মুনজিল তরফদারের ছেলে।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, গোপন সূত্রে খবর পেয়ে খোশালপুর বাজারের ব্রিজের ওপর চেকপোস্ট বসায় বিজিবি। এ সময় সন্দেহভাজন ফয়সাল হাসান শিশিরকে দেখতে পেয়ে অভিযান পরিচালনাকালে ৪ পিস স্বর্ণের বার এবং সাথে ছোট ১টি স্বর্ণের টুকরা পাওয়া যায়। যা সে ভারতে পাচার করার উদ্দেশ্যে বহন করছিল ।

তিনি আরও জানান, স্বর্ণের  সর্বমোট ওজন ৩৫৮.৮৪ গ্রাম, যার সিজার মূল্য ৭৭ লাখ ৫২ হাজার ৪১২ টাকা। উক্ত আসামিকে মোবাইল এবং বাইসাইকেলসহ মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে এবং স্বর্ণ ঝিনাইদহ জেলা সরকারী কোষাগারে জমা করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ