কাউখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
আপডেট সময় :
২০২৬-০১-২৭ ০২:১৩:১১
কাউখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
কাউখালী প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালীতে পানিতে ডুবে একটি শিশু মারা গেছে। এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের কচুয়াকাঠি গ্রামের টিপু শেখের চার বছরের শিশু পুত্র আয়ান বাড়ির পাশে থাকা ডোবার পানিতে পড়ে মারা গেছে। এ ব্যাপারে আয়ানের চাচা মহিদুল ইসলাম জানান, আয়ানের বাবা-মা আয়ানের জন্মের ৩ মাস পর তাকে তার নানা উপজেলার আসপদ্দি গ্রামের জাকির হোসেনের বাড়িতে রেখে ঢাকার গাজীপুরের গার্মেন্টসে চাকরি করতে যান। আয়ান সেই থেকেই নানা নানীর কাছে বড় হতে থাকে।
আয়ানের নানা একজন রিক্সা গ্যারেজের মিস্ত্রি। শনিবার (২৪ জানুয়ারি ) কাজের উদ্দেশ্যে গ্যারেজে চলে যান। আয়ান তখন নারীর কাছেই ছিল। দুপুরে নানী রান্নাবান্নার কাজে যখন ব্যস্ত ঠিক তখন শিশু আয়ান ঘর থেকে বের হয়ে সবার অজান্তে বাড়ির পাশে ডোবায় পরে যায়। তার নানী ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এ সময় বাড়ি ও এলাকার লোকজন বিষয়টি জানালে তারা সকলে মিলে খুঁজতে খুঁজতে ঘরের পাশে থাকা একটি ডোবার পানিতে পড়ে থাকতে দেখতে পায়।
তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সুব্রত কর্মকার ছেলেটিকে মৃত্যু বলে ঘোষণা করেন।
এ ব্যাপারে হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সুব্রত কর্মকার বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুটি মারা গেছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স