ঢাকা , শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬ , ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রাম৮ আসনে ডা. আবু নাছেরের সমর্থনে বিক্ষুব্ধ জনতার মিছিল অনুষ্ঠিত


আপডেট সময় : ২০২৬-০১-২৪ ২০:৩৮:১১
চট্টগ্রাম৮ আসনে ডা. আবু নাছেরের সমর্থনে বিক্ষুব্ধ জনতার মিছিল অনুষ্ঠিত চট্টগ্রাম৮ আসনে ডা. আবু নাছেরের সমর্থনে বিক্ষুব্ধ জনতার মিছিল অনুষ্ঠিত
 
এম মনির চৌধুরী রানা
 
জামায়াত প্রার্থী ডা. নাছেরের সমর্থনে বোয়ালখালীতে বিক্ষুব্ধ জনতার মিছিল অনুষ্ঠিত। চট্টগ্রামের ৮আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. আবু নাছেরের সমর্থনে বিক্ষুব্ধ জনসাধারণ মিছিল করেছে।
 
শনিবার ২৪ জানুয়ারি, বিকেলে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এ মিছিল অনুষ্ঠিত হয়।
 
মিছিলে অংশগ্রহণকারীরা ডা. নাছেরের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণায় ক্ষোভ প্রকাশ করেন এবং পুনরায় সিদ্ধান্ত বিবেচনার দাবি জানান। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং অবিলম্বে বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানান দলীয় নেতৃত্বের প্রতি।
 
স্থানীয় সূত্র জানায়, মিছিল চলাকালে পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে ছিল। বক্তব্য রাখেন নাজিম উদ্দীন রেজা, মো: আজিজুল হক,মো: ইউসুফ রেজা,মো: সেলিম উদ্দীন,মো: আয়াস মো:মহিউদ্দীন,শহীদুল ইসলাম,শামসু উদ্দীন,নাছির উদ্দীন,তরিকুল ইসলাম,তাসলিমা জিন্নাত, শামীম আকতার চৌধুরী,তাসলিমা সুলতানা, ফাহমিদা আরেফিন
মিনু আকতার প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ