ঢাকা , শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬ , ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

১৭ বছর পর অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে: মাদারীপুরে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০১-২৪ ২০:২৬:১৬
১৭ বছর পর অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে: মাদারীপুরে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ১৭ বছর পর অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে: মাদারীপুরে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল
 
 আশরাফুর রহমান হাকিম, নিজস্ব প্রতিবেদক :
 
মাদারীপুরে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, দেশের মানুষের মধ্যে ভোট দেওয়ার প্রবল আকাঙ্ক্ষা রয়েছে। দীর্ঘ ১৭ বছর পর অন্তর্বর্তীকালীন সরকার একটি জাতীয় নির্বাচন আয়োজনের উদ্যোগ নিয়েছে, যা অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সরকার সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ।
 
শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে মাদারীপুরে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
 
ড. আসিফ নজরুল বলেন, “এই নির্বাচনকে ঘিরে কোনো ধরনের অনিয়ম, সহিংসতা কিংবা ভয়ভীতি যাতে সৃষ্টি না হয়, সে বিষয়ে সরকার সর্বোচ্চ সতর্ক রয়েছে। জনগণ যেন নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।”
 
তিনি আরও বলেন, একটি বিশ্বাসযোগ্য নির্বাচনই গণতন্ত্রকে শক্তিশালী করে এবং জনগণের আস্থা ফিরিয়ে আনে। সে লক্ষ্যেই নির্বাচনকালীন সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
 
এ সময় উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রোকনুজ্জামান, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম, পুলিশ সুপার মো. এহতেশামুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আল নোমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাবসহ জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
 
আইন উপদেষ্টার এই বক্তব্যে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে মাদারীপুরবাসীর মধ্যে আশাবাদ তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ