ঢাকা , শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬ , ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ পিবিআইর সাফাল্যঃ মাত্র ৪ দিনের মধ্যে অটোরিকশা ছিনিতাই ও চালক হত্যার মূল আসামী সহ ক্রেতা চক্র গ্রেফতার


আপডেট সময় : ২০২৬-০১-২৪ ১৯:৩৯:৫৫
নারায়ণগঞ্জ পিবিআইর সাফাল্যঃ মাত্র ৪ দিনের মধ্যে অটোরিকশা ছিনিতাই ও চালক হত্যার মূল আসামী সহ ক্রেতা চক্র গ্রেফতার নারায়ণগঞ্জ পিবিআইর সাফাল্যঃ মাত্র ৪ দিনের মধ্যে অটোরিকশা ছিনিতাই ও চালক হত্যার মূল আসামী সহ ক্রেতা চক্র গ্রেফতার
 
 
শাহ কামাল সবুজঃ


নারায়ণগঞ্জ সোনারগাঁও থানার মুছার চর এলাকায় প্রথমে অটোরিকশা ছিনতাই, চালক হত্যা, অটোরিকশা কেনাবেচার দালাল, ও মূল হত্যাকারী সহ পুরো একটি টিমকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে নারায়ণগঞ্জ পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো (পিবি আই)
 
জানা গেছে গত, ২০ জুলাই নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ে মোঃ সোহেল নামের শারীরিক প্রতিবন্ধী এক অটোচালক কে গভীর রাতে শ্বাসরোধ করে হত্যা করে রাস্তার পাশে ফেলে রেখে ৫ ছিনতাইকারীর দল নগদ কিছু টাকা সহ অটোরিকশা নিয়ে লাপাত্তা হয়।
 
এ নিয়ে নারায়ণগঞ্জ পিবিআইয়ের কাছে অভিযোগ এলে পিবিআই প্রধান আডিশনাল আইজিপি, জনাব মোস্তফা কামাল এর তত্ত্বাবধানে ও দিক-নির্দেশনায় এবং পিবিআই নারায়ণগঞ্জ জেলার ইউনিট ইনচার্জ পুলিশ সুপার জানাব মোঃ মোস্তফা কামাল রাশেন (পিএম) এর প্রত্যক্ষ ও সার্বিক সহযোগিতায় এসআই (নিঃ) পুলক সরকার এর নেতৃত্বে পিবিআই নারায়ণগঞ্জ জেলার আভিযানিক দল তথা-প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভিক্টিম অটো-রিক্সা চালক শারীরিক প্রতিবন্ধী মোঃ সোহেল (৪১) এর হত্যাকান্ডের ঘটনায় জড়িত ১) আসামী মোঃ সুজন মিয়া (৩৩), পিতা- মৃত-ভুলু মিয়া, থানা- সাঘাটা, (শাকিলের ভাড়াটিষ্য) ২) মোঃ শফিকুল ইসলাম হীরা (৩৯), পিতা- মৃত-আলী হোসেন মিখি, থানা- জীবননগর, জেলা -চুয়াডাঙ্গা।

সোনারগাঁও, আড়াইহাজার ও রূপগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে গত ইং ২৩ জানুয়ারী গ্রেফতার করা হয় পরবর্তীতে আসামীদের দেওয়া তথ্য মতে ছিনতাইকৃত অটো-রিক্সাটি ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত গ্রেফতারকৃত অপর আসামী ৩) মোঃ দুলাল মিয়া (৪৫), পিতা- মৃত জহর আলী, ভুলতা গোলাকান্দা, রূপগঞ্জ ৪) মোঃ আব্দুর রহিম মিয়া (৫৫), পিতা- মৃত মতিউর রহমান, জেলা-কিশোরগঞ্জ ভাড়াটিয়া ভুলতা গোলাকান্দা, রূপগঞ্জ ৫) মোঃ আবুল কাশেম (৪০), পিতা- মোঃ হাসেন উদ্দিন, জেলা-কিশোরগঞ্জ হালসাং ভুলতা গাউছিয়া খানা-রূপগঞ্জ নারায়নগঞ্জ তাদের গ্রেফতার ও তাদের হেফাজত থেকে ছিনতাইকৃত অটো-রিক্সা ও নগদটাকা উদ্ধার করা হয়।
 
এ ব্যাপারে স্থানীয় অটোরিকশা চালক সমিতির সাথে সম্পৃক্ত কয়েকজনের সাথে আলাপ করলে তারা জানান, নারায়ণগঞ্জ পিবি আইয়ের তড়িৎ গতি ভূমিকা ও দ্রুত অটোচালক হত্যার আসামি ও অটোরিকশা কেনাবেচার পুরো টিমকে গ্রেফতার করায় স্থানীয় অটোরিকশা চালকদের মনে স্বস্তি ফিরে এসেছে। তারা পিবিআই, নারায়ণগঞ্জের প্রতি খুবই কৃতজ্ঞ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ