ঢাকা , শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬ , ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চাচী-ভাতিজার লড়াই লড়াই সমানে সমান!


আপডেট সময় : ২০২৬-০১-২৪ ১৯:০৩:০৭
চাচী-ভাতিজার লড়াই লড়াই সমানে সমান! চাচী-ভাতিজার লড়াই লড়াই সমানে সমান!
 
 নান্দাইল প্রতিনিধিঃ
 
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ জেলার ১১টি আসনের মধ্যে ১৫৪ ময়মনসিংহ ৯ নান্দাইল আসনে জমে উঠেছে চাচী-ভাতিজার ভোটের লড়াই। ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে আছেন ভাতিজা বর্তমান নান্দাইল উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আহ্বায়ক ইয়াসের খান চৌধুরী।

আর হাঁস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন ময়মনসিংহ জেলা উত্তর ইউনিটের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক আহ্বায়ক ও চার বারের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মরহুম খুররম খান চৌধুরীর সহধর্মিণী হাসিনা খান চৌধুরী। 
 
উক্ত নান্দাইল আসনে ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ১২১টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। অন্যান্য প্রার্থীদের মধ্যে রয়েছেন জামায়াত সমর্থিত বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান এডভোকেট আনোয়ারুল ইসলাম চাঁন, তিনি ফুলকপি নিয়ে মাঠে জোড়ালো ভাবে ভোটের মাঠে কাজ করে যাচ্ছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীক নিয়ে মাঠে আছেন মুফতি সাইদুর রহমান এবং জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনের মাঠে আছেন হাসনাত মাহমুদ তারিক।  
 
নান্দাইল নির্বাচন অফিসার মি: জন রিটছিলকে ফোন দিলে তিনি জানান, নান্দাইল উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩,৮৪,৬৪১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৯৮,৬৯২ জন এবং নারী ভোটার ১,৮৫,৯৪২ জন এবং হিজড়া ৭ জন। সাধারণ কেন্দ্রের সংখ্যা ৭৯টি ঝুকিপূর্ণ ভোটকেন্দ্রের সংখ্যা ৩৬টি ও অধিক ঝুকিপূর্ণ ভোটকেন্দ্রের সংখ্যা ৭টি। অধিক ঝুকিপূর্ণ ভোটকেন্দ্র গুলো হলো ১. রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ২. কুরাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩. বাশাঁটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪. অরণ্যপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫. শেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৬. হালিউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৭. দেওয়ানগঞ্জ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়। 
 
উক্ত নির্বাচনে সকল দলের প্রার্থীরা এ পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। প্রত্যেকেই জনগণের সাথে প্রতিশ্রুতি দিচ্ছেন এবং সকল দলের প্রার্থীগন তাদের নেতা কর্মীদের সুশৃঙ্খল ভাবে মাঠ পর্যায়ে কাজ করার আহবান করেছেন। তবে জনগণ বলছেন লড়াই হবে তৃমূখি বিএনপির ধানের শীষ, স্বতন্ত্র প্রার্থীর হাঁস প্রতিক ও জামায়াত সমর্থিত বিডিপির ফুলকপি প্রতিক।

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ