ভরাডোবায় অটো উল্টে ৩ জন নিহতের খবরটি ভুয়া সঠিক তথ্য প্রচারের দাবি কর্তৃপক্ষের
ভালুকা প্রতিনিধিঃ
ময়মনসিংহের ভালুকায় ২১ জানুয়ারী পুলিশের ধাওয়া খেয়ে ব্যটারী চালিত অটোরিকশা উল্টে ৩ জন নিহতের খবরটি ভুয়া বলে জানা গেছে। সরেজমিনে তদন্তে ও এক্সিডেন্টের শিকার হওয়া অটোর এক যাত্রীর ভাষ্যমতে জানা যায়, অটোর ভিতরে ছিলেন ৫ জন যাত্রী। সেদিন ভরাডোবা এলাকায় মহাসড়কে ডিউটি রত ছিলেন ভরাডোবা হাইওয়ে পুলিশ।
জানা যায়, সামনে পুলিশের গাড়ি দেখে অটোরিকশাটি সাইড করে দাড়াতে গেলে পিছন থেকে আলম এশিয়া বাস অটোরিকশার পিছনে ধাক্কা দেয়। এতে ৫ যাত্রীর ৪ জন সামান্য আহত হন এবং শিউলি আক্তার নামে এক নারী গুরুতর আহত হন।
পরে ডিউটিরত হাইওয়ে পুলিশের টিম দূর্ঘনায় আহত সবাইকে উদ্ধারকরে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক ৪ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেন এবং শিউলি আক্তারকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। পরে পুলিশ দূর্ঘটনায় কবলিত আলম এশিয়া বাস ও অটো রিকশাটি জব্দ করে হাইওয়ে থানায় নিয়ে আসে।
এই ঘটনাকে কেন্দ্র করে কিছু সুবিধাবাদী অটো চালক পরিকল্পিত ভাবে পুলিশকে প্রশ্নবিদ্ধ করতে ৩ জন নিহতের খবর প্রচার করে। বিষয়টি মুহুর্তের মধ্যে ব্যপক ভাইরাল হয়ে পরে। পরে হাইওয়ে পুলিশের উর্ধতন কর্তৃপক্ষ ৫ জন অফিসারকে তৎখনাত ক্লোজ করে।
এ এক্সিডেন্ট কেও মারা যায়নি বলে নিশ্চিত করেছেন ওই অটোতে থাকা আরেক যাত্রী ও আহত শিউলি আক্তারের স্বামী তৌফিকুল ইসলাম।
তিনি আরও বলেন, হাইওয়ে পুলিশ তাদের অটোরিকশা ধাওয়া করেনি। বরং হাইওয়ে পুলিশের গাড়ি অনেকটা সামনে ছিলো। এ ধুর্ঘটনার পিছনে হাইওয়ে পুলিশের কোন নেই বলে তিনি জানিয়েছেন। সত্য না জেনে রিওমারে কান না দেওয়ার জন্য অনুরোধ করেছেন ভরাডোবা হাইওয়ে থানার ওসি এবিএম মেহেদী মাসুদ।