রানা ইসলাম বদরগঞ্জ রংপুর
রংপুরে বদরগঞ্জ উপজেলা গোপিনাথপুর ইউনিয়ন মুচিরহাট এলাকায় ৯ ব্ছরের এক ছেলে শিশুকে বলাৎকার করে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যাক্তির বিরুদ্ধে।অভিযুক্ত ঐ ব্যাক্তির নাম আতিকুল ইসলাম কাইয়ুম। তিনি ঐ এলাকার আব্দুর সাত্তার ছেলে। গতকাল বৃহস্পতিবার ২২ জানুয়ারি এ ঘটনা ঘটে।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার মুচিরহাট সদরপাড়া একটি গ্রামে ওয়াজ মাহফিল আয়োজন করেন স্হানীয় যুবসমাজ।মারা যাওয়া শিশুসহ আরো শিশুরা মিলে মাহফিলে যাওয়ার পথে শিশুটি কাইয়ুম মাথা থেকে টুপি নিয়ে পালাতে থাকে।শিশুটির পিছনে কাইয়ুম ছুটতে ছুটতে বাকি শিশুরা দলছুট হশে যায়।
এসময় পাষন্ড কাইয়ুম তাকে ধরে ফাঁকা জায়গায় কৌশলে বলাৎকার করে হত্যা করে।রাতেই লাশটি ঘাতক কাইয়ুম লুকিয়ে রাখে।পরের দিন সকালে লাশটি বিষয় জানাজানি হলে কাইয়ুম এলাকা ত্যাগ করে।অভিযুক্ত কাইয়ুম মোট চারটি স্ত্রী। এর মধ্যে তিন স্ত্রী তাকে ত্যাগ করে চলে যায়। ঘটনাস্থলে পুলিশ যেয়ে শিশুটির লাশ থানায় নিয়ে আসে।
বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাসান জাহিদ সরকার বলেন, ঘাতক কাইয়ুমকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে তথ্য প্রযুক্তির সহায়তায় আটক করা হয়েছে। মারা যাওয়া শিশুটির মা থানায় একটি হত্যা মামলা করেন শনিবার সকালে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।