মোশারফ হোসেন লিটন সুনামগঞ্জ
সুনামগঞ্জের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে সুনামগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কামরুজ্জামান কামরুলের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৭টায় শহরের অম্ব্রশিয়া ফ্যামিলি ডাইন অ্যান্ড পার্টি সেন্টারে এই মতবিনিময় করেন তিনি।
মতবিনিময়কালে তিনি জানান, আমার পথচলায় অনেক ভুলত্রুটি হতে পারে, তাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদের সহযোগিতা চাই।
আমাদের দলের নবনির্বাচিত চেয়ারম্যান আমাকে মনোনয়ন দিয়েছেন। সিলেটের শাহজালাল রহ. মাজার জিয়ারত করে দলের কাজ শুরু করেন তারেক রহমান।
তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সুনামগঞ্জ-১ আসনের রাস্তাঘাটের উন্নয়ন করতে হলে অবশ্যই আপনাদের সহযোগিতা লাগবে।
তিনি বলেন, কিছু সড়কের কাজ বাস্তবায়নের অনুমোদন হয়েছে। এসব কাজ দ্রুত শুরু হওয়ার চেষ্টা করবো।
তিনি বলেন, আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলাম। আমি তখন বুঝতে পেরেছি, মানুষ টাকা-পয়সা চায় না। চায় সুখে ও দুখে পাশে থাকতে। আমার বিশ্বাস আমি তা করতে পেরেছি।
তিনি বলেন, সাধারণ মানুষের অন্তরে থাকতে চাই। যাতে মানুষ বুঝতে পারেন যে আমি তাদের মানুষ। এই জন্য আপনাদের সহযোগিতা করবেন।
তিনি বলেন, আমি জয়যুক্ত হয়ে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে জীবনমানের উন্নয়নসহ যোগাযোগ রাস্তার উন্নয়নে কাজ করতে চাই। তাই আমি সকল ধর্মের মানুষের সহযোগিতা কামনা করি।