ঢাকা , শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬ , ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লা - ৫ জামায়াতে ইসলমীর নির্বাচনী সভা অনুষ্ঠিত


আপডেট সময় : ২০২৬-০১-২৪ ১৬:১১:৪৩
কুমিল্লা - ৫ জামায়াতে ইসলমীর নির্বাচনী সভা অনুষ্ঠিত কুমিল্লা - ৫ জামায়াতে ইসলমীর নির্বাচনী সভা অনুষ্ঠিত
মোঃ অপু খান চৌধুরী।। 
 
আমাদেরকে হুমকি-ধমকি দিয়ে কাজ হবে না।গত ১৭ বছর হামলা-মামলা দিয়ে আমাদেরকে থামিয়ে রাখা যায়নি। আগামী দিনেও পারবেনা। প্রয়োজনে রাজপথে রক্ত দিবো তবুও অন্যায়ের কাছে মাথা নত করবো না।

আমরা আমাদের অধিকার নিয়েই ঘরে ফিরবো। কেউ যদি নির্বাচন বানচাল করার চেষ্টা করে তাহলে ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করা হবে। শুক্রবার (২৩ জানুয়ারী) বিকালে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে দুলালপুর হাই স্কুল মাঠে নির্বাচনী সমাবেশে প্রধান বক্তা হিসাবে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের ১০ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী ড. এডভোকেট মোবারক হোসাইন এই কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা দেশ ত্যাগ করেছে। তরুণদের দেওয়া রক্তের বিচার না করা পর্যন্ত সংগ্রাম চলবে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা মোস্তাফিজুর রহমান।

ইসলামি সংগীত পরিবেশন করেন গাজী আনাস রাওশান ও তার দল। সভায় দুলালপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর কাজী মাওলানা আব্দুল হান্নান সরকার এর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মোঃ ফরিদ উদ্দিন এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা (উত্তর) জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আবদুল মতিন।

 বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা (উত্তর) জেলা নায়েবে আমীর অধ্যাপক আলমগীর সরকার, শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল আউয়াল, জাকসু জিএস মো. মাজহারুল ইসলাম, উপজেলা আমীর মাওলানা রেজাউল করিম, সেক্রেটারি মাওলানা আনিছুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী, ভিপি নেয়ামত উল্লাহ ফারাবী। এসময় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ