মোঃ অপু খান চৌধুরী।।
ব্রাহ্মণপাড়া উপজেলা দুলালপুর ইউনিয়নে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (২৩ জানুয়ারী) বিকেলে দুলালপুরে পূর্ব পাড়া উপজেলা স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আরিফুল হক ভূঁইয়ার আয়োজনে এ দোয়া ও আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় সভাপতিত্ব করেন দুলালপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মো: মাসুদ আলম, অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মো: সেলিম সরকার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দুলালপুর ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান ভূইয়া রিপন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি এডভোকেট মমিনুল হক ভূইয়া, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মনিরুল আলম বাবুল,কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সাবেক ৪ বারের ভাইস চেয়ারম্যান তাহমিনা হক পপির, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল হক সরকার, সহকারী এটোনি জেনারেল এডভোকেট নূরুল হুদা, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু কাউসার, সাধারণ সম্পাদক কবির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোঃ বাকি, বিএনপি নেতা মনিরুল ইসলাম সরকার, আবুল হোসেন মেম্বারসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের পর একটি বিশাল মিছিল দুলালপুর বাজারের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে সভা স্থলে এসে এক মিলাদ মাহফিল শেষে সকলের মাঝে তাবারক বিতরণ করেন।