রাজস্থলী (রাঙামাটি): মোঃআইয়ুব চৌধুরী,,
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে রাঙামাটির রাজস্থলী উপজেলায় ভোটগ্রহণ কর্মকর্তাদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) রাজস্থলী উপজেলার তাইতংপাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। সকাল থেকে শুরু হওয়া কর্মশালায় ভোটগ্রহণ প্রক্রিয়া, ভোটকেন্দ্র ব্যবস্থাপনা, নির্বাচন সংশ্লিষ্ট আইনগত দায়িত্ব এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হয়।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী (পিপিএম), সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক কঙ্কনা প্রভা, রাজস্থলী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মর্তুজা, রাজস্থলী সার্কেল অফিসার মো. নুরুল আমিন, রাজস্থলী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ খালেদ হোসেন এবং উপজেলা ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা অনিক বড়ুয়া।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা নাজমা আশরাফী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও ডিএসবি) মো. জসিম উদ্দিন চৌধুরী (পিপিএম), অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ) মো. আলমগীর হোসেন এবং জেলা নির্বাচন কর্মকর্তা মো. শফিকুর রহমান।
কর্মশালায় মোট ১৩ জন প্রিজাইডিং অফিসার, ৪৮ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৯৭ জন পোলিং অফিসারসহ ভোটগ্রহণে নিয়োজিত কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এ সময় নির্বাচন আচরণবিধি, ভোটকেন্দ্র পরিচালনা, ভোটার সহায়তা ও অনিয়ম প্রতিরোধে করণীয় বিষয়ে হাতে-কলমে দিকনির্দেশনা প্রদান করা।