ঢাকা , শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬ , ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কেন্দুয়ায় মুকুল নিকেতনে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার ও সাংস্কৃতিক অনুষ্ঠান


আপডেট সময় : ২০২৬-০১-২৪ ১৫:৪৫:০৫
কেন্দুয়ায় মুকুল নিকেতনে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার ও সাংস্কৃতিক অনুষ্ঠান কেন্দুয়ায় মুকুল নিকেতনে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার ও সাংস্কৃতিক অনুষ্ঠান
 
স্টাফ রিপোর্টারঃ 
 
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় মুকুল নিকেতনের উদ্যোগে মেধা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
 
শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১০ টার দিকে কেন্দুয়া পৌর এলাকার সিমান্ত সড়কে অবস্থিত মুকুল নিকেতন স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর মো. সামছুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধান শিক্ষক নাজমা আক্তার (সাবেরুনেচ্ছা বালিকা উচ্চ বিদ্যালয়)।
 
শাহিন খন্দকার এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুখলেছুর রহমান বাঙ্গালী, প্রধান শিক্ষক (সাবেরুনেচ্ছা বালিকা উচ্চ বিদ্যালয়) এবং শহিদুল ইসলাম ভূঞা, প্রধান শিক্ষক (সায়মা শাহজাহান একাডেমি)।
 
অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন ইঞ্জিনিয়ার শাহীনুজ্জামান। এছাড়া পরিচালকের দায়িত্ব পালন করেন শাহিনুজ্জামান সোহাগ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন মিজানুর রহমান শাহিন।
 
অনুষ্ঠানে শিক্ষার্থীদের শিক্ষাগত সাফল্যের স্বীকৃতি হিসেবে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি খেলাধুলার আয়োজন করা হয়, যেখানে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পুরস্কৃত করা হয়। শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী আয়োজনের সফল সমাপ্তি ঘটে।
 
এ সময় বক্তারা বলেন, এমন আয়োজন শিক্ষার্থীদের পড়ালেখা ও সহশিক্ষা কার্যক্রমে আরও মনোযোগী হতে অনুপ্রাণিত করবে এবং ভবিষ্যতে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়ক ভূমিকা রাখবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ