গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের গৌরীপুর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সাথে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে গৌরীপুর পৌর শহরের মধ্যবাজার এলাকায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন।
তিনি বলেন, ক্ষুদ্র ব্যবসায়ী ও প্রান্তিক কৃষকদের জন্য আমাদের দলের অনেকগুলো প্রোগ্রাম আছে সেগুলো বিএনপি সরকার গঠন করলে নিয়ে আসতো পারবো। আপনাদের কোল্ডস্টোরেজ সরকারিভাবে হোক বা না হোক আমি বড় বড় ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করে কোল্ডস্টোরেজের ব্যবস্থা করবো। আপনাদের অসুবিধাগুলো ক্ষুদ্র, মাঝারি ও বড় ব্যবসায়ীদের সাথে বসে সমাধানের চেষ্টা করবো।
তিনি আরও বলেন, আপনারা আমার সাথে থাকলে আমি একটি সুন্দর গৌরীপুর গড়বো, যেইখানে চাঁদাবাজি থাকবেনা, সন্ত্রাসী থাকবেনা, মাদক থাকবেনা, দূর্নীতি থাকবেনা। যদি দূর্নীতি ও চাঁদাবাজ বের করতে পারি তাহলে ব্যবসায়ীদের সুবিধা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরীপুর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ চাঁন মিয়া।
সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আজিজুল হক মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এডভোকেট নূরুল হক, উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ মোঃ আজিজুল হক, যুগ্ম আহ্বায়ক এডভোকেট আব্দুস সোবহান সুলতান, গৌরীপুর পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামছুল হক শামছু, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাধারণ সম্পাদক শাহ্ নাসির উদ্দিন রোমন, ময়মনসিংহ উত্তর জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি তানজিন চৌধুরী লিলি, গৌরীপুর পৌর বিএনপির সদস্য আলীমেল হাকিম সাকিব মুন্সী, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নূরুজ্জামান সোহেল, গৌরীপুর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির উপদেষ্টা মনিরুজ্জামান জুয়েল প্রমুখ।