মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীর চারঘাটে ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ৮টার দিকে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর মীরগঞ্জ বিওপির টহল দল চারঘাট থানাধীন পিরোজপুর এলাকায় অভিযান চালিয়ে এই মাদকদ্রব্য জব্দ করে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মীরগঞ্জ বিওপির নিয়মিত টহল দল জানতে পারে , পিরোজপুর পদ্মা নদীর চর দিয়ে মাদকের একটি চালান পাচার হবে। এমন তথ্যের ভিত্তিতে টহল দল বর্ণীত স্থানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২৪ বোতল ভারতীয় মদ জব্দ করে।
জব্দকৃত মাদকদ্রব্য চারঘাট থানায় জমা দেওয়া হয়েছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত মাদক কারবারীদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।#