ঢাকা , শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬ , ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কুড়িগ্রাম সীমান্তে বিজিবি’র অভিযানে ৪২ লাখ টাকার পণ্যদ্রব্য উদ্ধার


আপডেট সময় : ২০২৬-০১-২৪ ০০:২১:৪০
কুড়িগ্রাম সীমান্তে বিজিবি’র অভিযানে ৪২ লাখ টাকার পণ্যদ্রব্য উদ্ধার কুড়িগ্রাম সীমান্তে বিজিবি’র অভিযানে ৪২ লাখ টাকার পণ্যদ্রব্য উদ্ধার
 
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
 
কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবি’র বিশেষ অভিযানে বিপুল পরিমানে ভারতীয় মদ ইয়াবা শাড়ি ও গবাদিপশু জব্দ করেছে বিজিবি’র সদস্যরা। যার আনুমানিক মুল্য প্রায় ৪২ লাখ ৬৬ হাজার টাকা।
 
‎বৃহঃপতিবার ভোর রাতে সীমান্তের সোনাহাট ও যাত্রাপুর বিওপি ক্যাম্প এলাকায় এসব মাদক দ্রব জব্দ করা হয়।
‎বিজিবি জানায়, অভিযানকালে সর্বমোট ৪২,৬৬,৫০০/- (বিয়াল্লিশ লক্ষ ছেষট্টি হাজার পাঁচশত) টাকা মূল্যের উন্নতমানের ভারতীয় শাড়ী, প্যান্ট পিস, গবাদিপশু, কম্বল ও অন্যান্য চোরাচালানী মালামাল জব্দ করা হয়।
‎কুড়িগ্রাম ২২ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালানী পণ্য পাচার রোধে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করে আসছে।

এ কার্যক্রমের অংশ হিসেবে অত্র ব্যাটালিয়নের সদস্যগণ সীমান্ত নিরাপত্তা সুসংহতকরণ, চোরাচালান দমন এবং সকল প্রকার অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে সর্বক্ষণ সতর্ক থেকে দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। দেশ ও জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ