ঢাকা , শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬ , ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কুড়িগ্রামের উলিপুরে ভাগিনার লাঠির আঘাতে মামার মৃত্যু


আপডেট সময় : ২০২৬-০১-২৩ ১৭:০৪:৪২
কুড়িগ্রামের উলিপুরে ভাগিনার লাঠির আঘাতে মামার মৃত্যু কুড়িগ্রামের উলিপুরে ভাগিনার লাঠির আঘাতে মামার মৃত্যু
 
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
 
কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ভাগিনার লাঠির আঘাতে মামা মোঃ খায়রুল হক (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের কালপানি বজরা গ্রামের টিটমারপাড় এলাকায়।
‎জানা গেছে, বুধবার সকালে পারিবারিক বিরোধের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে ভাগিনা মোঃ আনিছুর রহমান (৪৮) তার মামা মোঃ খায়রুল হক (৬৫) এর মাথায় বাশের লাঠি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। এরপর পরিবারের লোকজন মোঃ খায়রুল হককে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ১০ টায় খায়রুল হক মৃত্যুবরণ করেন।
‎পুলিশ জানায়, এ ঘটনায় বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে উলিপুর থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে বজরা ইউনিয়নের ওই এলাকা থেকে ঘাতক ভাগিনা আনিছুর রহমান (৪৮) কে গ্রেফতার করে। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত বাঁশের লাঠি উদ্ধার করা হয়। 
‎এ বিষয়ে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাঈদ ইবনে সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামিকে শুক্রবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ