ঢাকা , শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬ , ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়ায় সাংবাদিক গাজী মোস্তফা কামালের কাকার দাফন সম্পন্ন


আপডেট সময় : ২০২৬-০১-২২ ২২:৩৪:৪৭
ব্রাহ্মণপাড়ায় সাংবাদিক গাজী মোস্তফা কামালের কাকার দাফন সম্পন্ন ব্রাহ্মণপাড়ায় সাংবাদিক গাজী মোস্তফা কামালের কাকার দাফন সম্পন্ন
মোঃ অপু খান চৌধুরী।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের ছাতিয়ানী পূর্বপাড়া গ্রামের বিশিষ্ট সমাজসেবক গাজী ফজর আলী (তিতন) মিয়া (ইন্না লিল্লাহি.......  রাজিউন) ইন্তেকাল করেছেন। তিনি সাংবাদিক গাজী মোস্তফা কামালের কাকা এবং আর্মি সদস্য গাজী জহির ও গাজী রুবেলের পিতা।
মরহুম গাজী ফজর আলী (তিতন) মিয়া গত বুধবার (২১ জানুয়ারি) রাত ১২টা ৪০ মিনিটে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে বাদ আসর ছাতিয়ানী পূর্বপাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে ঈদগাহ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাজা ও দাফন অনুষ্ঠানে মরহুমের পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন।

মরহুম দুই ছেলে রেখে গেছেন। এলাকায় তিনি একজন ভদ্র, ধর্মপরায়ণ ও সমাজসেবক হিসেবে সুপরিচিত ছিলেন। স্থানীয়রা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ