আব্দুল্লাহ আল মামুন, যশোর
জমিজমা বিরোধের জেরে মণিরামপুর উপজেলার লাউড়ী মাঠে স্থানীয় কৃষক বাবর আলীর চাষকৃত জমি হতে পেঁপে ও কলার প্রায় ৬ শতাধিক ফলন্ত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে একই এলাকার জামাল হোসেন ও কামাল হোসেনর বিরুদ্ধে।
ক্ষতিগ্রস্ত কৃষক বাবর আলীর ভাষ্যমতে,এ জমি নিয়ে মামলা চলমান থাকা অবস্থায় থানায় বসাবসি হলে পুনরায় শালিশীর কথা থাকলেও চলতি মাসের ১৮ তারিখে হঠাৎ করে জামাল ও কামাল লোকজনের বহর নিয়ে তার এ ক্ষতি করেছে। ভুক্তভোগী দাবি করেছে, প্রায় ৩ লক্ষ টাকার অধিক ক্ষতি তার হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত জামাল ও কামালের ব্যবসা প্রতিষ্ঠান পৌরশহরের তাহেরপুরে গেলে ক্যামেরার সামনে কথা বলতে অস্বীকৃতি জানায়।তবে জামালের ছেলে পরবর্তীতে ফোনকলে জানিয়েছে,যা পারো তা করে নিও।
মণিরামপুর থানার এ বিষয়ে দায়িত্ব পাওয়া এসআই সাইমুম জানান,উক্ত জমি নিয়ে বিরোধ ছিলো।একবার বসাবসি হয়েছে আবারও বসার কথা ছিলো। তবে ফলধরা গাছ এভাবে কেটে ফেলা অন্যায়।লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।