ঢাকা , শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬ , ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মণিরামপুরে কৃষকের ফল ধরন অবস্থায় পেঁপে ও কলা গাছ কেটে ফেলার অভিযোগ!


আপডেট সময় : ২০২৬-০১-২২ ১৯:২৯:২৬
মণিরামপুরে কৃষকের ফল ধরন অবস্থায় পেঁপে ও কলা গাছ কেটে ফেলার অভিযোগ! মণিরামপুরে কৃষকের ফল ধরন অবস্থায় পেঁপে ও কলা গাছ কেটে ফেলার অভিযোগ!
 
আব্দুল্লাহ আল মামুন, যশোর 
 
জমিজমা বিরোধের জেরে মণিরামপুর উপজেলার লাউড়ী মাঠে স্থানীয় কৃষক বাবর আলীর চাষকৃত জমি হতে পেঁপে ও কলার প্রায় ৬ শতাধিক ফলন্ত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে একই এলাকার জামাল হোসেন ও কামাল হোসেনর বিরুদ্ধে। 
 
ক্ষতিগ্রস্ত কৃষক বাবর আলীর ভাষ্যমতে,এ জমি নিয়ে মামলা চলমান থাকা অবস্থায় থানায় বসাবসি হলে পুনরায় শালিশীর কথা থাকলেও চলতি মাসের ১৮ তারিখে হঠাৎ করে জামাল ও কামাল লোকজনের বহর নিয়ে তার এ ক্ষতি করেছে। ভুক্তভোগী দাবি করেছে, প্রায় ৩ লক্ষ টাকার অধিক ক্ষতি তার হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত জামাল ও কামালের ব্যবসা প্রতিষ্ঠান পৌরশহরের তাহেরপুরে গেলে ক্যামেরার সামনে কথা বলতে অস্বীকৃতি জানায়।তবে জামালের ছেলে পরবর্তীতে ফোনকলে জানিয়েছে,যা পারো তা করে নিও।
 
মণিরামপুর থানার এ বিষয়ে দায়িত্ব পাওয়া এসআই সাইমুম জানান,উক্ত জমি নিয়ে বিরোধ ছিলো।একবার বসাবসি হয়েছে আবারও বসার কথা ছিলো। তবে ফলধরা গাছ এভাবে কেটে ফেলা অন্যায়।লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ