নেত্রকোণা প্রতিনিধিঃ
নেত্রকোনার মদন উপজেলায় মাঘান উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফরম ফিলাপে সরকার নির্ধারিত ফির চেয়ে কয়েক গুণ বেশি টাকা আদায়ের অভিযোগ উঠেছে। অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদ করায় এক অভিভাবককে লাঞ্ছিত করার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিভাবকদের অভিযোগ অনুযায়ী, সরকার নির্ধারিত সর্বোচ্চ ফি বিজ্ঞান বিভাগে ২ হাজার ৪৩৫ টাকা এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে ২ হাজার ৩১৫ টাকা হলেও বিদ্যালয়টিতে শিক্ষার্থীদের কাছ থেকে ৫ হাজার থেকে ৯ হাজার টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। রানীহালা গ্রামের বাসিন্দা ঝুমন মিয়া অভিযোগ করেন, তার ছোট ভাইয়ের ফরম ফিলাপের জন্য ৯ হাজার টাকা দাবি করা হয়। অতিরিক্ত টাকার রশিদ চাইলে সহকারী শিক্ষক আব্দুল গণি তাকে গালিগালাজ করে বিদ্যালয় থেকে বের করে দেন।
এ ঘটনায় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর উপজেলা একাডেমিক সুপারভাইজার বিদ্যালয়টি পরিদর্শন করেন। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় দুই শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রী জানান, তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।